একসঙ্গে বিপিএল খেলেই পুরানকে বুঝতে পারে মেহেদি

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এই বছরই করেছেন নিকোলাস পুরান। এ বছর ১৭০টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। ক্রিস গেইলের আগের রেকর্ডের চেয়ে ৩৫টি বেশি। সেই পুরানের ব্যাট এই সিরিজে ছিল একদমই মিইয়ে। তাকে ঘুম পাড়ানোর ওষুধ যে ছিল বাংলাদেশের কাছে। সেই ওষুধের নাম শেখ মেহেদি হাসান। গোটা সিরিজে পুরানকে একবারও জেগে উঠতে দেননি এই অফ স্পিনার। বিপজ্জনক ক্যারিবিয়ান ব্যাটিংদানবকে তিন ম্যাচেই বধ করেছেন তিনি। প্রথম দুই ম্যাচে ছক্কা তো বহুদূর, পুরান আউট হন ১ ও ৫ রান করে। শেষ ম্যাচে তিনি চেষ্টা করছিলেন জ্বলে ওঠার। একটি চার মারেন তানজিম হাসান সাকিবকে। ছক্কা মারেন তাসকিন আহমেদকে। মেহেদিকেও একটি চার মেরে জবাব দেওয়ার ইঙ্গিত দেন। কিন্তু পরের বলেই তাকে আবার নিভিয়ে দেন তিনি। এবার পুরান ফিরেন ১৫ রানে। সিরিজ শেষে মেহেদি বললেন, একসঙ্গে বিপিএলে খেলে পুরানের সম্পর্কে ভালো ধারণা তার ছিল আগে থেকেই। এই সিরিজে তিনি পরিকল্পনার বাস্তবায়ন করেছেন।

বিপিএলে ও অন্যান্য দলে একসঙ্গে খেলায় পুরানকে খুব ভালো করেই জানি আমি। অফ স্পিনারদের বিপক্ষে পুরানের কাজ কঠিন হয়ে ওঠে, এটা জানি আমি। এটাই ছিল পরিকল্পনা এবং ভালোভাবে প্রয়োগ করে আমরা সফল হতে পেরেছি। শুধু পুরানই নয়, এই সিরিজে মেহেদি দমিয়ে রাখতে পেরেছেন ক্যারিবিয়ানদের সব ব্যাটসম্যানকেই। পাওয়ার প্লেতে বোলিং করার কঠিন কাজটি করতে হয়েছে তাকে। কিন্তু আগ্রাসী ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের তিনি স্বরূপে ফিরতেই দেননি। তিন ম্যাচে আট উইকেট শিকার করেছেন ওভারপ্রতি মাত্র ৫.৭৫ রান দিয়ে। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার সিরিজ সেরা হয়ে বললেন, উইকেট বুঝে বল করতে পারায় তিনি সফল হয়েছেন। এই ধরনের উইকেটে বোলিং উপভোগ করি আমি। বিশ্বকাপেও দেখেছিলাম এখানে চটচটে ও নিচু বাউন্সের উইকেট। সিরিজের আগেই আমাদের পরিকল্পনা ছিল উইকেট সোজা বল করা। এই ধরনের উইকেটে সঠিক নিশানায় বল করাই গুরুত্বপূর্ণ। যে বিশ্বকাপের কথা বললেন, সেখানে সেন্ট ভিন সেন্টে বাংলাদেশের তিন ম্যাচে তিনি ছিলেন দর্শক হয়ে। একটিতেও খেলার সুযোগ পাননি। তবে দলের বাস্তবতা তিনি বোঝেন। তখন বাইরে থেকে যা দেখেছিলেন, এবার রংপুর রাইডার্সের হয়ে গায়ানায় গ্লোবাল টিটোয়েন্টি খেলে যে অভিজ্ঞতা হয়েছে, সেসব তিনি কাজে লাগিয়েছেন এই সিরিজে।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট ও ওয়ানডে থেকে আত্মবিশ্বাস নিয়েছেন বলে জানালেন লিটন
পরবর্তী নিবন্ধজাকের আলিকে সুপারস্টার খেতাব দিলেন ধারাভাষ্যকাররা