বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে গত মঙ্গলবার পটিয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি, সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্ষেতমজুর সমিতি দক্ষিণ জেলার সংগঠক আবুল কালাম চাষীর সভাপতিত্বে মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি দক্ষিণ জেলার আহবায়ক জসিম উদ্দিন। প্রবীর দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল নবী, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির( সিপিবি) দক্ষিন জেলার সাধারণ সম্পাদক শওকত আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শ্যামল বিশ্বাস, সিপিবি পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক এনামুল হক, শিক্ষক নেতা আমির হোসেন, বোয়ালখালী উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মেম্বার ও শ্রমিক নেতা মোহাম্মদ আলী প্রমুখ।
বক্তারা বলেন, এ দেশের মেহনতি ক্ষেতমজুর সমাজ আজ সবচেয়ে বেশি অবহেলিত, শোষিত, বঞ্চিত ও অত্যাচারিত। আমরা চাই ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য সারা বছর কাজ ও ন্যায্য মজুরির নিশ্চিতা। শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ মৌলিক অধিকারের পাশাপাশি ষাটোর্ধ দরিদ্র বয়স্কদের জন্য পেনশন স্কিম চালু, পল্লী রেশনিং ব্যবস্থা চালু করে ক্ষেতমজুরসহ গরীব জনসাধারণকে চাল আটা ৫ টাকা, চিনি,লবণ, কেরোসিন ১৫ টাকা ও তেল ডাল ৩০ টাকা করে দিতে হবে। বক্তারা ১শ দিনের কর্মসৃজন কর্মসূচি পুনরায় সব উপজেলায় চালু করে উপকারভোগীর সংখ্যা বৃদ্ধিসহ বাঁচার মতো মজুরি নির্ধারণ, খাস জমি, খাস পুকুর প্রকৃত ভূমিহীন ক্ষেতমজুরদের মধ্য বণ্টনের দাবিসহ ১১ দফা দাবির কথা তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।












