চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখাসহ বিভাগের বিভিন্ন স্থানে পদায়িত ৮ সার্ভেয়ারকে একযোগে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করেন। বদলিকৃতদের কয়েকজনের বিরুদ্ধে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ওই আদেশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সদর সার্কেল ভূমি অফিসের সার্ভেয়ার দেলোয়ার হোসেনকে কঙবাজারের টেকনাফ উপজেলা ভূমি অফিস, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মো. মাসুদুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা ভূমি অফিস, রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. রফিকুল ইসলামকে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায়, রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. ইউনুছ মিয়াকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার সুনীল কান্তি দেব মহাজনকে রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিস, টেকনাফ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ আল আমিনকে চট্টগ্রাম জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্ভেয়ার মনজুর আহাম্মদকে সদর সার্কেল ভূমি অফিস এবং লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার মো. কামাল হোসেনকে লংগদু উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে।