একবুক প্রশান্তি

কাজী নাজরিন | বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:৩২ পূর্বাহ্ণ

একবুক প্রশান্তি তে আমি নিজেকে নিজে সাজাই

নিজের সাথে নিজে হেসে খেলে আনন্দে দিন কাটাই

আমার আমিকে সতেজ রাখতে আমি নিজেকে

আনন্দের সমুদ্র কন্যা রূপে মেলে ধরি

পাখির মতন করে আমিও কিচিরমিচির গান গাই

একবুক প্রশান্তির জন্য আমি কুটিলতা জটিলতা হতে

নিজেকে দূরে রাখতে সর্বদা চেষ্টা করে চলি।

কণ্টকাকীর্ণ পথ মাড়িয়ে দূর্বাঘাসের নরম চাদরে

স্নিগ্ধতা খুঁজে ফিরি বারবার

হয়তো বা জীবনে আঁকাবাঁকা রাস্তায় চলার অভিজ্ঞতা

আমাকে আরও নতুন পথের সন্ধান দেয়

আমি নিজের জন্য নিজেই সহজ সরল ভাবনাগুলো নিয়ে

একবুক প্রশান্তি অনুভব করি অস্তিত্বের আড়ালে আবডালে।

খড়কুটো আঁকড়ে ধরেও জীবনের পরতে পরতে

সুখ পরশ অনুভব করাই জীবনের পরম শ্রেয়

একবুক প্রশান্তি জীবনের টানাপোড়েনে

বয়ে আনে অনাবিল শান্তির বার্তা,

আদতে নিজেকে সিকি ভাগ টিকিয়ে রাখতে কিংবা

জিইয়ে রাখতে একবুক প্রশান্তি বড্ড বেশি জরুরি।

পূর্ববর্তী নিবন্ধটক্সিক মানুষ চেনার উপায়
পরবর্তী নিবন্ধরমজানের মূল লক্ষ্য খারাপ কাজ পরিহারের অভ্যাস গড়ে তোলা