চট্টগ্রাম নগরীতে ওয়াসার দীর্ঘদিনের পুরনো পাইপ অপসারণ করে ৩শ কিলোমিটার নতুন পাইপ প্রতিস্থাপন এবং ১ লাখ গ্রাহককে ডিজিটাল মিটারের আওতায় আনার একটি প্রকল্পসহ দুটি প্রকল্প উঠছে আগামী একনেক সভায়। চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২০ এপ্রিল একনেক সভায় চট্টগ্রামের অন্যান্য প্রকল্পের সাথে ওয়াসার গুরুত্বপূর্ণ দুটি প্রকল্পও উঠার সম্ভাবনা রয়েছে। প্রকল্প দুটি হল– চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন প্রকল্প এবং চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের ক্যাচমেন্টে–১ এর হালিশহর ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি।
বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৪ হাজার কোটি টাকার চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন প্রকল্পে থাকছে নগরীতে ৩শ কিমি পাইপ লাইন ও চট্টগ্রাম ওয়াসার ১ লাখ গ্রাহকের মাঝে ডিজিটাল মিটার স্থাপন। আগামী ২০ এপ্রিল একনেকের সভায় চট্টগ্রাম ওয়াসার দুটি প্রকল্প উঠার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আনোয়ারা পাশা আজাদীকে বলেন, চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন প্রকল্প এবং চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের হালিশহরে ট্রিটমেন্ট প্ল্যান্টের ব্যয় ও মেয়াদবৃদ্ধিকরণ প্রকল্পটি একনেকের সভায় উঠার সম্ভাবনা রয়েছে।
এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প–২ এর অধীনে নগরীতে মোট ৮শ কিলোমিটার পুরনো পাইপ তুলে নতুন পাইপ (ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইন) বসানো হয়েছিল। কিন্তু নগরীর পতেঙ্গা, খুলশী, একেখান, বায়েজিদ, অক্সিজেন, কালুরঘাট ও চাক্তাই এলাকায় পুরাতন জরাজীর্ণ পাইপ, লিকেজ, ম্যানুয়াল মিটারিং ব্যবস্থার কারণে বিদ্যামন ৪০ হাজার সার্ভিস কানেকশনে নিরবচ্ছিন্ন ও সুষম চাপে পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। উক্ত এলাকা সমূহে সুষম চাপে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং পানির অপচয় রোধ করে রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে উক্ত এলাকা সমূহে ৩০০ কিলোমিটার নতুন পাইপ লাইন প্রতিস্থাপন, ১ লাখ অটোমেটেড স্মার্ট মিটারিংসহ ডিএমএ ব্যবস্থা প্রবর্তন করার লক্ষ্যে ৩ হাজার ৯২১ কোটি টাকার বিশ্বব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বিশ্বব্যাংকের ঋণ ৩ হাজার ২৬৮ কোটি, সরকারি অর্থায়ন ৫৭৮ কোটি এবং ওয়াসার নিজস্ব ৭৪ কোটি টাকা।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম নগরীতে নিরাপদ, নির্ভরযোগ্য এবং জলবায়ু সহনশীল পানি সরবরাহ বৃদ্ধি এবং স্যানিটেশন ব্যবস্থা উন্নতকরণ এবং চট্টগ্রাম ওয়াসার পরিচালন দক্ষতা উন্নয়ন এবং আর্থিক ক্ষমতা টেকসইকরণ।
এদিকে চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের ক্যাচমেন্টে–১ এর হালিশহর ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রকল্পটিও একনেকে উঠতে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে নগরীর হালিশহরে ওয়াসার ১৬৩ একর জায়গায় ওয়াসার আরো দুটি ক্যাচমেন্টের ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পরিচালক ও চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম। বর্তমানে এই প্রকল্পের ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৫ সাল থেকে ২০২৬ এর জুন করার প্রস্তাব করা হয়েছে। এই প্রকল্পটি ২০১৮ সালের নভেম্বরে অনুমোদন হলেও করোনার কারণে প্রায় দুই বছর কাজ শুরু করা যায়নি। চায়না এবং কোরিয়ান প্রকৌশলীসহ প্রকল্প সংশ্লিষ্ট শ্রমিকরা ওই সময় দেশে আসতে পারেননি। এই কারণে প্রকল্পের কাজ শুরু করতে বিলম্ব হয়েছে।