একদিন পর স্কুল শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার

পটিয়ায় নৌকা ডুবি

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

পটিয়ায় শিকলবাহা খালে নৌকা ডুবির ঘটনায় একদিন পর ভেসে উঠল নিখোঁজ স্কুল শিক্ষার্থী মো. আদিলের (১৫) মরদেহ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শিকলবাহা খালের ভেল্লাপাড়া এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম তার ভাসমান লাশটি উদ্ধার করেছেন। এর আগে গত শুক্রবার দুপুর ১২টার দিকে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি নৌকা দুর্ঘটনায় নিখোঁজ হয় আদিল। এতে ৭/৮জন যাত্রী খালে পড়ে যায়। এর পর থেকে আদিল নিখোঁজ ছিল। সে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের মাওলানা ওবায়দুল হকের পুত্র এবং চরকানায় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
চট্টগ্রাম আগ্রাবাদ লামার বাজার ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের সদস্য নাজিম উদ্দিন জানিয়েছেন, শিকলবাহা খালে একটি লাশ ভাসতে দেখে তারা তা উদ্ধার করেন। উদ্ধারের পর জানতে পারেন লাশটি নৌকা ডুবির দুর্ঘটনায় নিখোঁজ আদিলের।

পূর্ববর্তী নিবন্ধআগামী ১৭ নভেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম
পরবর্তী নিবন্ধপ্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি যাত্রী সামলাতে হিমশিম