একটি মেয়ে

অদিতি আরেফীন (৩২,০০৪) | বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

একটি মেয়ে জন্মেছিল আমার প্রিয় গ্রামে,

গ্রীষ্মকালে উঠোন আমার ভরতো তাদের আমে।

কাজলকালো চোখ ছিল তার, মিষ্টি ছিল হাসি,

মা ছিল তার বনের মালি, বাবা ছিল চাষি।

ফুলপাখিদের দেখলে মেয়ের বাজতো খুশির বীণ,

গরিবদুখির কষ্ট দেখে সুখ হতো তার লীন।

নদীর তীরে বসে মেয়ে গাইতো হরেক গান,

লালন ছিল তার অনুরাগ, হাছন ছিল জান।

পূর্ববর্তী নিবন্ধগরম ও ফল
পরবর্তী নিবন্ধবৃষ্টি