তীব্র শীতের মাঝে গায়ে একটি পাতলা কম্বল জড়িয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে রাস্তায় পড়েছিলেন ৭০ বছরের বৃদ্ধ নুরুল ইসলাম। টানা ৫ দিন মহাসড়কের এক পাশে পড়ে থেকে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। তার অসহায় অবস্থার ভিডিওটি গতকাল রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। এরপর ঘটনাস্থলে ছুটে আসেন ‘অসহায় বন্ধুদের ঠিকানা’ নামে মানবিক সংগঠনের পরিচালক আবু তাহের ও তার টিমের সদস্যরা। তারা সড়কের পাশে পড়ে থাকা ওই বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে সরকারি অ্যাম্বুলেন্স পাঠিয়ে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।] সীতাকুণ্ডের গণমাধ্যমকর্মী সবুজ শর্মা শাকিল জানান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের প্রগতি গেট সংলগ্ন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে এক বৃদ্ধ পড়েছিল। তীব্র শীতের কারণে তার নিউমোনিয়ার লক্ষণ দেখা দিয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধের দুর্দশা তুলে ধরেছিলেন। পাশাপাশি বৃদ্ধকে উদ্ধারে এগিয়ে আসতে মানবিক সংগঠনের কাছে সহায়তা চান। তিনি বলেন, খবর পেয়ে অসহায় বন্ধুদের ঠিকানা নামক মানবিক সংগঠনটির পরিচালক আবু তাহের ঘটনাস্থলে আসেন। সীতাকুণ্ড স্বাস্থ্য কর্মকর্তার কাছে অ্যাম্বুলেন্সের সহায়তা চেয়ে ফোন করলে তিনি অ্যাম্বুলেন্স পাঠান। তাদের সংগঠনের সদস্যদের সহায়তায় বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দেন। ঘটনার ঘণ্টাতিনেক পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও দেখে আনোয়ারা উপজেলা থেকে বৃদ্ধের স্ত্রী রোকেয়া বেগম ও পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। পরে চিকিৎসাসেবা শেষে পরিবারের হাতে ওই বৃদ্ধকে ফিরিয়ে দেওয়া হয়।
বৃদ্ধের স্ত্রী রোকেয়া বেগম জানান, তাদের বাড়ি আনোয়ারা কর্ণফুলী টানেলের পাশে। ১৪ দিন আগে রাগ করে ঘর থেকে বেরিয়ে যান তার স্বামী। এরপর অনেক খোঁজাখুঁজি করেছেন। রোববার ভিডিওটি দেখে তিনি সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। স্বামীকে ফিরে পেয়ে তিনি আনন্দিত এবং সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‘অসহায় বন্ধুদের ঠিকানা’ সংগঠনের পরিচালক আবু তাহের বলেন, রাস্তার পাশ থেকে বৃদ্ধকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেখি তার পরনে কোনো কাপড় নেই। পরে ওই সাংবাদিক ভাইয়ের দেয়া এক হাজার টাকায় তার জন্য লুঙ্গি ও শীতের পোশাক কিনে তাকে পরানো হয়। হাসপাতালে আন্তরিকতার সাথে চিকিৎসাসেবা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ। অত্যধিক ঠান্ডায় বৃদ্ধের নিউমোনিয়ার উপসর্গ দেখা দেয়ায় তাকে নেবুলাইজ করার পাশাপাশি কিছুক্ষণ অক্সিজেন দেওয়া হয়। তিনি বলেন, স্থানীয় সাংবাদিকের পাশাপাশি বৃদ্ধকে হাসপাতালে নিতে সহায়তা করেছেন স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম জহির, সোনার বাংলা গড়বো মানবতার ব্লাড ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ কাউসার আল মাসুদ ও তার সংগঠনের সদস্য মোহাম্মদ রাফি চৌধুরী।