একঝাঁক নতুন মুখের ‘দেনা পাওনা’

| বুধবার , ১৫ মে, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে দীর্ঘ ধারাবাহিক ‘দেনা পাওনা’। এর চিত্রনাট্য রচনা করেছেন আহমেদ খান হীরক এবং আফিফা মোহসিনা অরণি। সংলাপ রচনা করেছেন অলভী সরকার। নাটকটি নির্মাণ করেছেন গোলাম মুক্তাদির। নাটকটি প্রচার উপলক্ষে সোমবার দীপ্ত টিভির প্রাঙ্গণে হয়ে গেল সূচনা অনুষ্ঠান। খবর বাংলানিউজের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক ড. পারভীন হাসান, সিইও ফুয়াদ চৌধুরী, হেড অফ প্রোগাম এজাজ উদ্দিন শান্ত, পরিচালক গোলাম মুক্তাদির, দেনা পাওনা নাটকের অভিনয় শিল্পীগণ।

শনিবার (১৮ মে) থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ১০টা ৩০মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে নাটকটি। এছাড়াও দীপ্ত টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রচারিত হবে ‘দেনা পাওনা’।

নাটকে অভিনয় করেছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান, শাহাদাত হোসেন, মনির আহমেদ শাকিলের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীগণ। এছাড়াও থাকছে একঝাঁক মেধাবী ও প্রতিশ্রুতিশীল নতুন মুখ। যাদের মধ্যে আছেন তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ,শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেন প্রমুখ। নাটকটির লাইন প্রোডিওসার হিসেবে আছেন লুৎফুন নাহার মৌসুমী।

পূর্ববর্তী নিবন্ধইউসিটিসিতে অটাম এডমিশন ফেয়ারের উদ্বোধন
পরবর্তী নিবন্ধরবি-নজরুল এক পর্দায়