আপনারা অনেকেই জানেন আমি একজন রাজনৈতিক সচেতন সামাজিক কর্মী। রাজনীতি না করেও আমি আমার এলাকা এবং চট্টগ্রামের স্বার্থে রাজপথে নেমেছি যেমন ভূমিদস্যু বসুমতিকে উৎখাত করা, বন্দরসহ চট্টগ্রামের সরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রামের লোকদের অধিকার প্রতিষ্ঠা করা। উন্নয়ন নিয়ে সরকারি বিভিন্ন মহলে দৌড়ানো ছাড়াও নিজের এলাকায় নিজ সামর্থ্যে মানুষের পাশে থাকা। আমি মনে করি এটা আমার সমাজের প্রতি দায়িত্ব কারণ এই সমাজ আমাকে বড় হতে সাহায্য করেছে এখানের মাটি আর বাতাসে আমি বেড়ে উঠেছি। কখনো দলীয় ভাবে কাউকে চিন্তা করিনি কারণ সমাজটা সকলের আর রাজনীতি কখনো সংঘাতের নয় বরং তা সম্মানের। আমি দল করলেও দলের প্রত্যেকটা খারাপ কাজের সমালোচনা করেছি। পরিশুদ্ধ নেতা ছাড়া কোনো নেতার বাসায় গিয়ে হাজিরা দেবার রাজনীতি করলে হয়ত অনেক বড় নেতা হবার সুযোগ থাকত কিন্ত আমার নিজের উপর একটা আত্মবিশ্বাস সবসময় ছিল তা হল নিজের যোগ্যতা এবং সাহস থাকলে পদবী এবং ক্ষমতা ছাড়াও মানুষের জন্য কাজ করার সুযোগ আছে। সমাজিক কাজের মাধ্যমে আপনাদের পাশে সবসময় পাবেন দল মতের উর্ধ্বে একজন সচেতন নাগরিক হিসেবে এবং সমাজের প্রতি দায়িত্বের অঙ্গীকারের কারণে। রাজনীতি নিয়ে ভাবা এবং সামাজিক কাজ আমার অনেকটা নেশা থেকেই করি তবে আমার বড় পরিচয় আমি একজন রেমিটেন্স যোদ্ধা এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম আমেরিকান কোম্পানীর সাপ্লাই চেইন ফাইন্যান্সের দক্ষিণ এশিয়ার সিনিয়র ম্যানেজার হিসেবে বাংলাদেশ গার্মেন্টস শিল্প বিশ্ব বাজারে প্রসার এবং তাদের পেমেন্ট নিশ্চয়তা নিয়ে কাজ করছি তাছাড়া গত ১৫ বছর বিদেশী কোম্পানীর সিনিয়র পদে এপং লোকাল কোম্পানী মিলে ২৫ বছর কর্মজীবনে সফলতার সাথে কাজ করে যাচ্ছি। সবার জন্য দোয়া এবং শুভকামনা কামনা করছি। আপনাদের যেকোনো পরামর্শ যেকোনো প্রয়োজনে আমাকে যদি কাজে লাগে আমি নিজেকে ধন্য মনে করব।