একই সামাজিক মর্যাদায় বসবাস করবে জঙ্গল সলিমপুরবাসীও

মতবিনিময় সভায় ইউএনও

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৭ নভেম্বর, ২০২৪ at ৬:১৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে গড়ে উঠা ছিন্নমূল এলাকায় প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস। তারাও বাংলাদেশের নাগরিক। এই দেশে তারাও সামাজিক মর্যাদায় বসবাস করবে। তারাও যাতে নাগরিক সুবিধা পায় সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ আয়োজিত শিশুশ্রম, বাল্য বিবাহ প্রতিরোধ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম এ কথা বলেন।

চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে ও মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন জিয়ার সঞ্চালনায় এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান, সমাজ সেবক রোকন উদ্দিন মেম্বার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম আরো বলেন, এখানে যাতে স্বাস্থ্য সেবা, যাতায়াত সেবা এবং স্কুল কলেজ এর উন্নয়ন হোক তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের দেশে বাল্য বিবাহ একটা মারাত্মক ব্যাধি হয়ে উঠেছে তা প্রতিরোধ করতে হবে এবং শিশু শ্রম বন্ধের জন্য সবাই এগিয়ে আসতে হবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের নেতা নুরুল হক ভান্ডারী, ডা. জামাল, বাচ্চু মিয়া, হেলাল উদ্দিন, মিজানুর রহমান রাজু, ফয়েজ মিয়া, ইউসুফ মানিক, মো. জহির, ডা. নয়ন, এম এম সালাম, সুবর্ণা মজুমদার, ইয়াসিন, লুৎফুর রহমান, রিদুয়ান, ফাতেমা বেগম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচোখে মরিচের গুঁড়া ছুড়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধআইনজীবী হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ