এএএবি’র নতুন নির্বাহী পরিষদ গঠন

| বৃহস্পতিবার , ৭ নভেম্বর, ২০২৪ at ৮:৪৮ পূর্বাহ্ণ

সানাউল আরেফিন এবং সৈয়দ আহসানুল আপনকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) এর ৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এই নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে নাজিম ফারহান চৌধুরী, কোষাধ্যক্ষ হিসেবে সারাহ আলি, সহসাধারণ সম্পাদক হিসেবে এম এ মারুফ এবং সদস্য হিসেবে মেহেরুন নেসা ইসলাম ও ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক নির্বাচিত হয়েছেন।

বনানীতে সদ্যসমাপ্ত অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি)-এর বার্ষিক সাধারণ সভায় নিয়মিত আলোচনার পাশাপাশি এই ৭ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বিজ্ঞাপন জগতের অগ্রজ গীতি আরা সাফিয়া চৌধুরী, সারা যাকের, কাজী ওয়াহিদুল আলম এবং ইউসুফ হাসানসহ অনুষ্ঠানে অ্যাডভার্টাইজিং ফ্র্যাটার্নিটির প্রায় ৬০টি নতুন এবং পুরাতন প্রতিষ্ঠানের কর্ণধারগণ উপস্থিত ছিলেন। এএএবির সভাপতি রামেন্দু মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুনির আহমেদ খানের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি এবং বিজ্ঞাপন জগতের কিংবদন্তি আলী যাকের ও রেজা আলীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসি গঠনে ৫ জনের নাম প্রস্তাব বিএনপির
পরবর্তী নিবন্ধপেকুয়ার শীলখালী ইউপি চেয়ারম্যান কামাল চকরিয়া থেকে গ্রেপ্তার