এই হেমন্তে

মর্জিনা আখতার | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১০:১১ পূর্বাহ্ণ

হেমন্ত এলে ধানের রূপ যেন

উপচে পড়ে,

মুগ্ধ বাতাস ছুটে এসে বলে

ওরে, ওরে।

কাঁপা কাঁপা এক শিহরণ জাগে

প্রান্তর জুড়ে,

সোনালি ধানগুলো গেয়ে ওঠে

অন্য সুরে।

রঙ তুলিতে নকশা আঁকা সবার

ঘরের গোলা,

নতুন ধানের ঝমঝম সুর জাগাবে

খুশীর দোলা।

বাতাসে ঘুরে বেড়াবে মৌ মৌ

নবান্নের ঘ্রাণ,

আনন্দে ভরে যাবে এই বাংলার

কৃষকের প্রাণ।

পূর্ববর্তী নিবন্ধদাঁত
পরবর্তী নিবন্ধঘুমের পাটে আড়ি