এই সময়টুকু স্বপ্নের মতো কেটেছে

| রবিবার , ১৭ এপ্রিল, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সঙ্গে কোনালের হৃদ্যতা এক যুগ ধরে। ২০০৯ সালে কোনালকে চ্যানেল আই সেরা কণ্ঠের শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দিয়েছিলেন সংগীতে উপমহাদেশের এই লিভিং লিজেন্ড। সেই মঞ্চেই কোনালের পিঠ চাপড়ে বাহবা দিয়ে রুনা লায়লা বলেছিলেন, এই অর্জন তোমারই প্রাপ্য!
সাফল্যের ধারাবাহিকতায় সুপারস্টার শাকিব খানের ‘বীর’ ছবির গানের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এ’ শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন কোনাল। তার এই অর্জনের খবর শুনেই দূরদেশ লন্ডন থেকে ফোনে শুভেচ্ছা জানিয়েছিলেন রুনা লায়লা। গত বুধবার কোনালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের খবরে অনুপ্রেরণা দিতে মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ের নিজ বাড়িতে আমন্ত্রণ জানান। রুনা লায়লার সঙ্গে তার বাসায় ঘণ্টা তিনেক ছিলেন কোনাল। এই শিল্পীর ভাষ্য, আমার কাছে এই সময়টুকু স্বপ্নের মতো কেটেছে।
কোনাল বলেন, ম্যামের বাসা থেকে বেরিয়ে সারাদিনই ঘোরের মধ্যে ছিলাম। তিনি আমাকে তিন ঘণ্টা সময় দিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির পর আমাকে ডেকেছেন। অবাক করে তাঁর নিজের ব্যান্ডের একটি অসাধারণ শাড়ি উপহার দিয়েছেন। শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের সঙ্গে অনেক স্মৃতি শুনিয়েছেন। এত বড় মাপের একজন শিল্পী পাশে বসিয়েছেন, মাথায় হাত দিয়ে স্নেহ করেছেন। তার মুখের কথাগুলো শুনে আমি মনে করছিলাম, সারেগামাপা শুনতেছি। উনি আমার জীবন নিয়ে, আমার গান নিয়ে, ভবিষ্যৎ পরিকল্পনা জিজ্ঞেস করেছেন নিজে থেকে। দিয়েছেন অনেক ধরনের পরামর্শ। শিখিয়েছেন গান গাইবার নানা কৌশল। আরেকটা অবাক করা উপহারও দিয়েছেন, যা নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না।

পূর্ববর্তী নিবন্ধএবার ঈদে মাহফুজুর রহমানের গান
পরবর্তী নিবন্ধপ্রথম বৈশাখ এত স্পেশাল হবে ভাবিনি