এই বৈশাখে

এমরান চৌধুরী | বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

এই বৈশাখে বেড়াবে নাকি?
না।
প্রজাপতির ডানায় চড়বে?
না।
তেপান্তরের মাঠ পেরিয়ে কাঁকন দিঘির ঘাট পেরোবে?
না।
ডিসি হিলের উচ্ছলতায় ফড়িং হবে?
না।
বরুমতির নাম শুনেছ? শঙ্খ নদীর ঢেউ দেখেছ?
ধোপাছড়ির রূপ দেখেছ?
না।

এবার তবে বেড়িয়ে আসি, রঙিন রঙিন স্বপ্ন আঁকি
মনকে নিয়ে মেন্দি বেটে করি তুমুল মাখামাখি।
ধোপাছড়ির ধোপার বাড়ি
দুচোখ ভরে দেখব এসে মজার যতো গয়াম সারি।

নাও পরে নাও নতুন জামা
সঙ্গে যাবেন ফটিক মামা
যেতে পারেন বল্টুদাও
থাকলে তুমি তৈরি?
সময় এখন বৈরী।

তাই তো মানা বাইরে যেতে
খোলা কোনো খাবার খেতে
কারও সঙ্গে হাত মেলাতে
থাকব ঘরে সব বেলাতে।
কেন?
তাও জানো না
বাইরে গেলে মারবে ছোবল ধূর্ত করোনা।

পূর্ববর্তী নিবন্ধবোশেখ এলে
পরবর্তী নিবন্ধযখন আসে বোশেখটা