এই বুঝি এলে তুমি

ইসরাত জাহান ডেইজী | বৃহস্পতিবার , ৭ মার্চ, ২০২৪ at ৮:০৬ পূর্বাহ্ণ

আজো আমি তোমার প্রেমের বিষে

মরছি ডুবে ডুবে

মুখ ফুটে পারিনি তবু ভালোবাসি বলতে।

মনগহীনে তোমায় রেখে খুঁজি

চোখের কোণে।

ভালোবাসার বৃষ্টি ভেবে

বুকের খরা ভেজাই প্রেমের আবেশে।

আমি এক স্বপনচারিনী!

বেলাশেষে করুণ রাগিনী!

ভোরের আলো ফুটবে ভেবে

তোমার কাছে আসি ছুটে।

অদ্ভুত এক খেয়ালে।

আঁধার কালো মেঘ সরায়ে

প্রাণের পরশ পেতে

নীরবে দুয়ার খুলে

পরানের সাজি সাজাই ফুলে ফুলে

ভালোবাসার মধুময় ছোঁয়াগুলো

ফিরে পাই স্বপন সাজে

এই বুঝি এলে তুমি

ঝড়ের রাতে অভিসারে!

পূর্ববর্তী নিবন্ধসেই প্রিয় নাম
পরবর্তী নিবন্ধএক পিতার বজ্রকণ্ঠ