এই দেশে

নকুল শর্ম্মা | বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

পূব আকাশে আলোর নাচন

হেমন্তের এই দেশে,

পাকা ধানের সুবাস ছড়ায়

বাতাস ভালোবেসে।

সবার মুখে মধুর হাসি

ফসল তোলার সুখে,

খুশির জোয়ার উপচে পড়ে

সকল চাষির বুকে।

শিশির ঝরা মিষ্টি সকাল

মাঠে মাঠে ধান,

আমন ধানে ভরবে গোলা

গায় কৃষাণী গান।

এমন রূপের জ্যান্ত ছবি

এইতো আমার দেশ,

হাজার কষ্ট যায় যে দূরে

ভুলায় দুঃখ ক্লেশ।

পূর্ববর্তী নিবন্ধডেকোরেটার্স মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধঅপরূপ সাজ