এই দিনে

| বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৫৮ পূর্বাহ্ণ

১৩৮৮ দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলকের মৃত্যু।

১৫৭৬ ষোল শতকের ইউরোপের অগ্রগণ্য চিকিৎসক জেরোনিমো কারদানোর মৃত্যু।

১৬৪০ জোয়াও দা সিলভা পর্তুগিজ ভারতের ভাইসরয় হয়ে আসেন।

১৮০৩ শান্তিতে নোবেলজয়ী ইতালীয় সাংবাদিক এর্নেস্তো তেওদরো মোনেতার জন্ম।

১৮১৯ প্রখ্যাত বিজ্ঞানী ও বিপ্লবী হোসেসে কাস্টোডিও ফারিয়ার মৃত্যু।

১৮৩১ বাষ্পচালিত প্রথম বাস নির্মিত হয়।

১৮৩৩ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী (১৯০৭) ইতালির মানবহিতৈষী এর্নেস্তো তিওদোরো মোনেতার জন্ম।

১৮৪২ ইংরেজ পদার্থবিজ্ঞানী জেম্‌স্‌ ডিউয়ারএর জন্ম।

১৮৫৪ অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকেট বিক্রি শুরু হয়। ডাকটিকেটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।

১৮৫৭ বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়।

১৮৬৩ জার্মান ভাষাতাত্ত্বিক ও রূপকথা সংগ্রাহক ইয়াকপ গ্রিমের মৃত্যু।

১৮৬৯ প্রথম যুগের খ্যাতনামা সাংবাদিক ও সম্পাদক গিরিশচন্দ্র ঘোষের মৃত্যু।

১৮৭৮ মার্কিন লেখক ও সমাজসমালোচক আপটন সিনক্লেয়ারএর জন্ম।

১৮৯৮ জার্মান লেখক তাওদর ফনতানের মৃত্যু।

১৯০২ গবেষক শিক্ষাবিদ মুহম্মদ এনামুল হকের জন্ম।

১৯১০ ব্রিটিশ বিরোধী সংগ্রামী মনীন্দ্রলাল চক্রবর্তীর জন্ম।

১৯৩৩ ব্রিটিশ সমাজতান্ত্রিক ও নারী আন্দোলকারী অ্যানি বেসান্তের মৃত্যু।

১৯৪৬ প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তথা কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।

১৯৪৮ ভারতীয় চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজন সহেশ ভাটের জন্ম।

১৯৫২ প্রখ্যাত বাঙালি পরমাণু বিজ্ঞানী শেখর বসুর জন্ম।

১৯৫৭ ফিনিশ সুরস্রষ্টা ঝাঁ সিবেলিয়াসএর মৃত্যু।

১৯৬০ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র জিবুতি, গ্যাবন, আইভরি কোস্ট, সাইপ্রাস, ক্যামেরুন, মাদাগাস্কার, নাইজার, সোমালিয়া, তাগো, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, কঙ্গো, বুরকিনা, ফাসো, চাদ, জাতিসংঘের সদস্য হয়।

১৯৬৪ আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে।

১৯৬৬ গুয়ানা জাতিসংঘের সদস্য হয়।

১৯৬৯ খ্যাতনামা সাংবাদিক গিরিশচন্দ্র ঘোষের মৃত্যু।

১৯৭০ সোভিয়েত রকেট লুনা১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।

১৯৭১ নোবেলজয়ী (১৯৬৩) গ্রিক কবি ও কূটনীতিক জর্জ সেফেরিসএর মৃত্যু।

১৯৭৫ নোবেলজয়ী (১৯৬০) ফরাসি সাহিত্যিক স্যঁ জন পের্‌সএর মৃত্যু।

১৯৭৭ ভিয়েতনাম জাতিসংঘের সদস্য হয়।

১৯৮৬ ছান্দসিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেনএর মৃত্যু।

১৯৮৬ সিউলে দশম এশিয়াড শুরু হয়।

১৯৯১ উত্তর ভারতে প্রচণ্ড ভূমিকম্পে পাঁচ শতাধিক নিহত।

১৯৯১ শিশু সাহিত্যিক ধীরেন্দ্রলাল ধরএর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধশিশুহত্যার ঘটনা কেন বাড়ছে, তা গভীরভাবে খতিয়ে দেখতে হবে
পরবর্তী নিবন্ধশরৎ কন্যা শারদীয়া