এই দিনে

| সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০৩ পূর্বাহ্ণ

চিলির স্বাধীনতা দিবস। বিশ্ব পানি পর্যবেক্ষষণ দিবস। বিশ্ব নৌ দিবস

১৪৩৭ ট্রান্সসালভানিয়াতে কৃষক বিদ্রোহ হয়।

১৫০২ ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন।

১৬১৫ প্রথম ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস রো মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে আসেন।

১৭০৯ ইংরেজ গদ্যশিল্পী ও অভিধান সংকলক ড. সামুয়েল জনসনএর জন্ম।

১৭৮৩ সুইস গণিতজ্ঞ লেয়নার্ড অয়লারএর মৃত্যু।

১৮১৮ চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৮১৯ ফরাসি পদার্থবিদ জাঁ বারনার লিও ফুকোর জন্ম।

১৮৩০ ইংরেজ সমালোচক ও প্রাবন্ধিক উইলিয়াম হ্যাজলিটএর মৃত্যু।

১৮৩৮ ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভএর জন্ম।

১৮৫১নিউইয়র্ক টাইমস’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

১৮৬৭ চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরএর জন্ম।

১৮৬৯ বিজ্ঞান লেখক জগদানন্দ রায়এর জন্ম।

১৮৮৬ মুক্তিসংগ্রামী ও চিকিৎসক ডা. যদুগোপাল মুখোপাধ্যায়এর জন্ম।

১৮৯৯ চিন্তাবিদ ও সমাজসেবী রাজনারায়ণ বসুর মৃত্যু।

১৯০৫ সুইডিশমার্কিন চলচ্চিত্রাভিনেত্রী গ্রেটা গার্বোর জন্ম।

১৯০৬ ভয়াবহ টাইফুন ও সুনামিতে হংকংএর প্রায় ১০ হাজার লোক নিহত হয়।

১৯০৭ নোবেলজয়ী (১৯৫১) মার্কিন পরমাণু বিজ্ঞানী এডুইন ম্যাকমিলানএর জন্ম।

১৯১৯ নেদারল্যান্ডস নারীদের ভোটাধিকার দেন।

১৯৩০ বিপ্লবী দীনেশ মজুমদার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন।

১৯৩১ উত্তরপূর্ব চীনে জাপানি আগ্রাসন শুরু হয় এবং জাপান মাঞ্চুরিয়া দখল করে নেয়।

১৯৩৪ সোভিয়েত ইউনিয়ন লিগ অব নেশনসএ যোগদান করে।

১৯৫৬ সাহিত্যিক মোতাহের হোসেন চৌধুরীর মৃত্যু।

১৯৬১ নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত (১৯৬১) বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দাগ হামারশোল্ডএর মৃত্যু।

১৯৬২ বুরুন্ডি, জামাইকা, রোয়ান্ডা, ত্রিনিদাদ ও টোবাগো জাতিসংঘের সদস্য হয়।

১৯৬৭ নোবেলজয়ী (১৯৫১) ব্রিটিশ পদার্থবিদ জন ককফ্রফ্‌ট্‌এর মৃত্যু।

১৯৭২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি শান্তিপদক লাভ করেন।

১৯৭৩ জার্মানি ও বাহামা জাতিসংঘের সদস্য হয়।

১৯৭৯ সেন্ট লুসিয়া জাতিংসংঘের সদস্য হয়।

১৯৮৮ বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটে এবং বার্মা রাষ্ট্রের নাম হয় মায়ানমার।

১৯৯১ লাতভিয়া, এস্তোনিয়া ও লিথুনিয়াজাতিসংঘের সদস্যপদ লাভ করে।

পূর্ববর্তী নিবন্ধঅসাধু ব্যবসায়ীদের আর ছাড় দেওয়া ঠিক হবে না
পরবর্তী নিবন্ধমোতাহের হোসেন চৌধুরী : মুক্তবুদ্ধি চর্চার পুরোধা ব্যক্তিত্ব