খি. পূ. ৬৫ রোমক কবি হোরাসে-র জন্ম।
১৭২৮ সুইস লেখক ইয়োহান গিওর্গ-ফন জিমারমান-এর জন্ম।
১৭৬৫ সুতি জিন কাপড়ের মার্কিন উদ্ভাবক এলি হোয়াইটনি-র জন্ম।
১৮৩২ নোবেলজয়ী (১৯০৩) নরওয়েজীয় কবি ও নাট্যকার বিওর্নস্টার্নে বিওর্নসন-এর জন্ম।
১৮৫৯ ইংরেজ প্রাবন্ধিক টমাস ডি কুইন্সির মৃত্যু।
১৮৬১ ফরাসি ভাস্কর আরিস্তিদ মাইয়ল-এর জন্ম।
১৮৬১ ফরাসি সিনেমার পথিকৃৎ জর্জ মেলিস-এর জন্ম।
১৮৬২ ফরাসি নাট্যকার জর্জ ফেদোর জন্ম।
১৮৬৫ ফিনিস সুরস্রষ্টা জাঁ সিবেলিয়াস-এর জন্ম।
১৮৬৮ লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে প্রথম সড়ক বাতি প্রজ্বলিত হয়।
১৮৭৯ ব্রিটিশবিরোধী বিপ্লববাদী বাঘা যতীন (যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়)-এর জন্ম।
১৮৮৬ মেক্সিকান চিত্রশিল্পী দিয়েগো রিভেরা-র জন্ম।
১৮৯০ চেক সংগীতস্রষ্টা বহু াভ মার্তিনুর-র জন্ম।
১৯০০ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী উদয়শঙ্কর-এর জন্ম।
১৯০৩ ইংরেজ সাহিত্যিক ও দার্শনিক হার্বাট স্পেন্সার-এর মৃত্যু।
১৯১৩ কমিউনিস্ট বুদ্ধিজীবী, গবেষক, ইতিহাসবিদ চিন্মোহন সেহানবীশের জন্ম।
১৯১৪ ফকল্যান্ড যুদ্ধে জার্মান নৌবহর নিমজ্জিত হয়।
১৯১৮ ব্রিটেন জেরুজালেম দখল করে নেয়।
১৯৪১ গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৬ সংবিধান রচনার জন্যে দিল্লিতে ভারতের গণ পরিষদের প্রথম সভা হয়।
১৯৪৭ রসায়নে নোবেলজয়ী (১৯৮৯) বিজ্ঞানী টমাস রবার্ট চেক-এর জন্ম।
১৯৭৮ ইসরায়েল-এর প্রথম মহিলা প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার-এর মৃত্যু।
১৯৮৫ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (IBBSD) গঠিত হয়।
১৯৮৮ সোভিয়েত আর্মেনিয়ায় প্রচণ্ড ভূমিকম্পে লক্ষাধিক লোক নিহত হয়।
১৯৯১ মেলবোর্ন অলিম্পিক (১৯৫৬) তিন হাজার মিটার, পাঁচ হাজার মিটার ও ৬ মাইল দৌড় প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টিকারী অ্যথলিট গর্ডন পিরি-র মৃত্যু।