এই দিনে

| শনিবার , ১৫ অক্টোবর, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

বিশ্ব সাদা ছড়ি দিবস
খ্রি.পূ.৭০ রোমের মহাকবি ভার্জিল-এর জন্ম।
১৫৪২ মোগল সম্রাট জালালুদ্দিন আকবরের জন্ম।
১৫৬৪ ফ্লেমিশ শারীরবিদ আন্দ্রিয়াস ভিসালিয়াসের মৃত্যু।
১৫৮২ ইতালি ও স্পেন গ্রেগরীয় ক্যালেণ্ডার বা খ্রিস্টীয় সাল প্রবর্তিত হয়। এর ফলে ৫ অক্টোবর ১৫ অক্টাবর হয়ে যায়।
১৬০৮ ইতালীয় ভৌতবিজ্ঞানী, গণিতজ্ঞ এবং ব্যারোমিটারের উদ্ভাবক এভাঞ্জেলিস্তা তোরিচেলি-র জন্ম।
১৬৭৬ ব্রিটেনের রাজার কাছ থেকে ইস্ট ইণ্ডিয়া কোম্পানি ভারতে ‘টাকা’ ও ‘পয়সা’ মুদ্রণের অনুমতি লাভ করে।
১৬৭৬ মোগল সম্রাট আওরঙ্গজেব বিজাপুর অধিকার করেন।
১৬৮৬ স্কট কবি অ্যালেন র‌্যামেজে-র জন্ম।
১৬৯০ ফ্লেমিশ চিত্রকার অ্যাডাম মিউলেন-এর মৃত্যু।
১৭৮৩ পিলাত্রে দ্য রোৎসির (ৗমড়ধণর) সর্বপ্রথম বেলুনে চড়ে আকাশে ভেসে বেড়ান এবং ২৫ মিনিট আকাশে অবস্থান করেন।
১৭৮৫ চিলির স্বাধীনতা সংগ্রামী ও প্রথম রাষ্ট্রপতি হোসে মিণ্ডয়েল কারেররা-র জন্ম।
১৮০৫ জার্মান চিত্রশিল্পী ভিলহেল্‌ম ফন কাউলবাখ্‌ -এর জন্ম।
১৮১৪ রুশ কবি মিখাইল লেরমন্তফের জন্ম।
১৮৪৪ জার্মান দার্শনিক ফ্রিড্‌রিখ্‌ ভিল্‌হেল্‌ম নিট্‌শে-র জন্ম।
১৮৬৫ ভেনেজুয়েলীয় লেখক আনদ্রেস ব্যায়ো-র মৃত্যু।
১৮৯২ সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
১৯১৫ প্রথম মহাযুদ্ধে বুলগেরিয়া অক্ষশক্তির সঙ্গে যোগ দেয়।
১৯১৭ প্রথম বিশ্বযুদ্ধে জার্মান গুপ্তচর লাস্যময়ী নর্তকী মাতাহারি ফরাসি সেনাবাহিনীর হাতে নিহত হন।