১৬৪৯ কমনওয়েল্থ্ অব ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়।
১৬৪৯ ইংল্যান্ডের রাজা প্রথম চার্লস-এর শিরোচ্ছেদ হয়।
১৬৫২ ফরাসি চিত্রশিল্পী জর্জ দ্য লাতুর-এর মৃত্যু।
১৭৩০ রাশিয়ার জার দ্বিতীয় পিটার-এর মৃত্যু।
১৮৪০ চীনের সম্রাট ব্রিটেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করেন।
১৮৪৬ দার্শনিক ফ্রাসিস হার্বার্ট ব্যাওলি-র জন্ম।
১৮৫২ ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
১৮৮৩ ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের মধ্যে বৈষম্য নিরসনমূলক ইলবার্ট বিল উত্থাপিত হয়।
১৮৮৭ বিজ্ঞান গ্রন্থকার ও মনোবিজ্ঞানী ডা. গিরীন্দ্রশেখর বসুর জন্ম।
১৮৮৮ মার্কিন উদ্ভিদবিজ্ঞানী ও লেখক আসা গ্রে-র মৃত্যু।
১৮৯৯ নোবেলজয়ী (১৯৫১) আফ্রিকান-মার্কিন অণুজীববিজ্ঞানী ম্যাক্স থিলার-এর জন্ম।
১৯০২ ইউরোপীয় ও এশীয় শক্তির মধ্যে প্রথমবারের মতো সমতাভিত্তিক চুক্তি ইঙ্গ -জাপান চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯১৭ কথাশিল্পী নরেন্দ্রনাথ মিত্রের জন্ম।
১৯২৮ নোবেলজয়ী (১৯২৮) দিনেমার নিদানতত্ত্ববিদ জোহান ফিবিবার-এর মৃত্যু।
১৯৩৩ হিটলার জার্মানির চ্যান্সেলর হন এবং জার্মানিতে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের উত্থান ঘটে।
১৯৪৮ মার্কিন বিমান চালনার পুরোধা অরভিল রাইট-এর মৃত্যু।
১৯৪৮ ভারতের জননেতা মোহনদাস করমচাঁদ গান্ধী আততায়ীর গুলিতে নিহত হন।
১৯৫২ পূর্ব বাংলায় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠিত হয়।
১৯৬০ সাহিত্যিক-সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু।
১৯৬৮ ভিয়েতকং-রা সায়গগনের মার্কিন দূতাবাস দখল করে নেয়।
১৯৭২ পাকিস্তান ব্রিটিশ কমনওয়েলথ পরিত্যাগ করে।
১৯৭২ ন্যাপ, কমিউনিন্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সম্মিলিত গেরিলা বাহিনী অস্ত্র জমা দেয়।
১৯৭২ সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিরুদ্দিষ্ট হন।
১৯৭৫ শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলীর মৃত্যু।