এই দিনে

| সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:১৫ পূর্বাহ্ণ

১৫০৪ স্পেনের ক্যাস্টিলএর রানী প্রথম ইসাবেলার মৃত্যু।

১৫৪৮ ইংলিশ পার্লামেন্ট গির্জায় যাজকের বিয়ের অনুমতি দানের সিদ্ধান্ত নেয়।

১৫৭২ স্কটিশ সংস্কারক জন নঙএর জীবনাবসান।

১৬৩২ সপ্তদশ শতকের যুক্তিবাদী দার্শনিক স্পিনোজার জন্ম।

১৬৪২ আবেল তাসম্যান তাসমানিয়া আবিষ্কার করেন।

১৮০০ ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রার সূচনা হয়।

১৮৫১ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি চালু হয়।

১৮৫৬ কলকাতায় কলেজ অব সিভিল ইঞ্জিনিয়ারিং (বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ) –এর কার্যক্রম শুরু হয়।

১৮৫৯ চালর্স ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কিত গ্রন্থ ’ৃরধথধভ মতর্ দণ ওযণডধণ্র’ প্রথম প্রকাশিত হয়।

১৮৬০ গণিতজ্ঞ কে, পি বসুর জন্ম।

১৮৬৩ জীববিদ্যার খ্যাতনামা মার্কিন অধ্যাপক এডুইন গ্রান্ট কঙ্কলিনএর জন্ম।

১৮৭৬ জাপানি অণুজীববিদ হিডেও নোগুচির জন্ম।

১৮৮৪ বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষের মৃত্যু।

১৯০৭ কলকাতায় খ্যাতনামা হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. লিওপোল্ড সালাজারএর জীবনবসান ঘটে।

১৯১৬ সাব মেশিনগানের উদ্ভাবক স্যার হিরাম স্টিভেন্‌স মাঙ্মিএর মৃত্যু।

১৯২২ লেখক ও আইরিশ জাতীয়তাবাদী রবার্ট চিল্ডার্সএর মৃত্যু।

১৯২৬ নোবেলজয়ী (১৯৫৭) চীনামার্কিন পদার্থবিদ সুং দাও লির জন্ম।

১৯২৯ ফরাসি রাজনীতিবিদ জর্জ য়্যঝেন ক্লমাঁসোর মৃত্যু।

১৯৩৩ বঙ্কিমচন্দ্র সেনএর সম্পাদনায় বিখ্যাত সাহিত্যসাপ্তাহিক ‘দেশ’ প্রথম প্রকাশিত হয়।

১৯৩৪ বিশিষ্ট আইনজীবী ও বিপ্লবী বীরেন্দ্রনাথ শাসমলএর মৃত্যু।

১৯৯৫ দেড় বৎসরাধিক কাল ধরে সংসদ বয়কট আন্দোলনের পেক্ষাপটে বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনতে হবে
পরবর্তী নিবন্ধবীরেন্দ্রনাথ শাসমল : দেশপ্রেমে নিবেদিত প্রাণ