১৪৯৪ ইতালীয় চিত্রশিল্পী দোমানিকো গির্লান্দাইও–র মৃত্যু।
১৫০৩ ইতালীয় চিত্রশিল্পী ফ্রান্চেস্কো পারামিজিয়ানিনো–র জন্ম।
১৬১৩ মোগল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন।
১৬৩২ ফ্লেমিশ চিত্রশিল্পী আ্যডাম মিউলেন–এর জন্ম।
১৬৯৩ ইতালির কাতনিয়ায় ভূমিকম্পে ষাট হাজার লোকের মৃত্যু হয়।
১৭৫৩ ইরেজ প্রকৃতিবিদ ও চিকিৎসক স্যার হ্যান্স োয়ান–এর মৃত্যু।
১৭৫৫ মার্কিন রাজনীতিজ্ঞ আলোজান্ডার হ্যামিলটন–এর জন্ম।
১৭৬২ ফরাসি ভাস্কর লুই ফঁ্রাসোয়া রুবিইয়ক–এর মৃত্যু।
১৭৮২ সিংহলের ত্রিংকোমালির কাছে ব্রিটিশের কাছে ডাচ বাহিনী আত্মসমর্পণ করে।
১৮০১ ইতালীয় সুরস্রষ্টা দোমেনিকো সিমারোসা–র মৃত্যু।
১৮৪২ মার্কিন মনোবিদ ও দার্শনিক উইলিয়াম জেমস–এর জন্ম।
১৮৪৬ নন্দকুমার কবিরত্নের সম্পাদনায় পাক্ষিক ‘নিত্য ধর্মানুরঞ্জিতা’ পত্রিকা প্রকাশিত হয়।
১৮৫৯ ভারতের ভাইসরয় লর্ড জর্জ কার্জন–এর জন্ম।
১৮৭৩ হিব্রু কবি হাইম বিয়ালিক–এর জন্ম।
১৮৮২ জার্মান শরীরতত্ত্ববিদ তাওদর শভান–এর মৃত্যু।
১৮৯১ পারির পুনঃপরিকল্পক জর্জ ওউসমান–এর মৃত্যু।
১৯২৮ ইংরেজি ঔপন্যাসিক টমাস হার্ডি–র মৃত্যু।
১৯৪৩ চিনের সঙ্গে আমেরিকা ও ব্রিটেনের চুক্তি হলে ওই দুই দেশের অধিকৃত অঞ্চল মুক্তি পায়।
১৯৪৮ শিক্ষাব্রতী ও চিকিৎসক ডা. বিমলচন্দ্র ঘোষ–এর মৃত্যু।
১৯৬৬ সুইস ভাস্কর ও চিত্রশিল্পী আলবের্তো জাকোমেত্তির–র মৃত্যু।
১৯৭২ বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। ওই ঘোষণা অনুসারে একটি গণ পরিষদ গঠিত হয়।