এই দিনে

| বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ৬:০১ পূর্বাহ্ণ

১৭৬৬ লন্ডনের প্রথম নিলাম ডাক শুরু হয়।

১৭৯১ বিশ্বখ্যাত অসামান্য সংগীতস্রষ্টা মোৎসার্টএর মৃত্যৃ।

১৮০৪ ইতালীয় লেখক, রাজনীতিবিদ ও ঐতিহাসিক সিজার কান্টুর জন্ম।

১৮৩০ ইংরেজ মহিলা কবি ক্রিশ্চিনা রসেটির জন্ম।

১৮৩৪ স্কটিশ কবি টমাস প্রিঙ্গলএর মৃত্যু।

১৮৩৭ অবিভক্ত ভারতে নারীশিক্ষার অন্যতম পথিকৃৎ, এবং ‘দিগদর্শন’ পত্রিকার সম্পাদক জোশুয়া মার্শম্যানএর মৃত্যু।

১৮৫৬ চিত্রশিল্পী ফ্রেডরিক ন্যাসএর মৃত্যু।

১৮৭০ চেক সংগীতস্রষ্টা ভিতেজ্‌ াভ নোভাকএর জন্ম।

১৮৭০ কালজয়ী ফরাসি ঔপন্যাসিক ও নাট্যকার আলেকসাঁদ্র দুমার মৃত্যু।

১৮৯০ অস্ট্রীয় চলচ্চিত্র পরিচালক ফ্রিটজ্‌ ল্যাংএর জন্ম।

১৯০১ মার্কসবাদী সংগঠক ও ‘কালান্তর’ সম্পাদক প্রমথনাথ ভৌমিকের জন্ম।

১৯০১ নোবেলজয়ী (১৯৩২) জার্মান পদার্থবিদ ভার্নার কার্ল হাইজেনবার্কের জন্ম।

১৯০১ বিখ্যাত মার্কিন চলচ্চিত্রকার ওয়াল্ট ডিজনির জন্ম।

১৯০৩ নোবেলজয়ী (১৯৫০) ইংরেজ পদার্থবিদ সিসিল ফ্র্যংক পাওয়েলের জন্ম।

১৯০৫ কাশ্মিরএর রাজনৈতিক নেতা শেখ মহাম্মদ আবদুল্লার জন্ম।

১৯০৬ অস্ট্রীয় চলচ্চিত্র পরিচালক অটো প্রিমিঙ্গারের জন্ম।

১৯০৭ চীনের কমিউনিস্ট নেতা লিন পিয়াওএর জন্ম।

১৯১৩ চিত্রশিল্পী গোপাল ঘোষের জন্ম।

১৯১৭ রাশিয়ার বিপ্লবী সরকার ও জার্মানির মধ্যে সন্ধি চুক্তি হয়।

১৯২৫ নোবেলজয়ী (১৯২৪) পোলিশ ঔপন্যাসিক ভ্লাদিস্লাভ রেইমন্টের মৃত্যু।

১৯২৬ ফরাসি চিত্রশিল্পী ক্লোদ মনের মৃত্যু।

১৯৩৬ সোভিয়েত ইউনিয়নের নতুন সংবিধান প্রণীত হয়।

১৯৩৬ অধ্যাপক, সাংবাদিক ও রাজনীতিবিদ কৃষ্ণকুমার মিত্রের মৃত্যু

১৯৪৩ জাপানি বোমারু বিমান কলকাতায় বোমা বর্ষণ করে।

১৯৫০ স্বাধীনতা সংগ্রামী, দার্শনিক ও যোগী অরবিন্দ ঘোষএর মৃত্যু।

১৯৫১ চিত্রশিল্পী ও শিশু সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরএর মৃত্যু।

১৯৬১ সমাজতত্ত্ববিদ ও প্রাবন্ধিক ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু।

১৯৬৩ আইনজীবী ও রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যু।

১৯৬৫ নোবেলজয়ী (১৯৪৪) মার্কিন শারীরবিদ যোসেফ আরল্যাঙ্গারের মৃত্যু।

১৯৭১ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের যৌথ কমান্ড গঠন করে মিত্রবাহিনী নাম গ্রহণ করে।

১৯৮১ সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠক সত্যেন সেনএর মৃত্যু।

১৮৮৫ যুক্তরাজ্য ইউনেস্কোর সদস্যপদ প্রত্যাহার করে।

১৯৮৬ ভারতের ভৌতরসায়ন বিজ্ঞানের পথিকৃৎ ড. নীলরতন ধরএর মৃত্যু।

১৯৯২ আলবেনিয়া মুসলিম রাষ্ট্রে পরিণত হয়।

১৯৯৩ সংগীতশিল্পী সত্য চৌধুরীর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধশিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ জরুরি
পরবর্তী নিবন্ধনেলসন ম্যান্ডেলা : গণতন্ত্রের এক মূর্ত প্রতীক