এই আর্তচিৎকার হয়তোবা কেউ শুনছে কেউ শুনছে না;
এই আর্তচিৎকার তাই হলে হতে পারে
কারোর কোনো মনোকষ্টের সেই নেহাৎ বেদনা!
তবু বলবো দুঃখকে যে হৃদয় দিয়ে করেছে ধারণ–
সুখের এ পৃথিবীতে একমাত্র সেই বুঝি বন্ধু,
তোমারি সেই আর্তচিৎকারের কারণ!
কারণে অকারণে কিংবা সময়ে অসময়ে
নিজের আর্তচিৎকার নিয়ে
তাই কাউকে কিছু যেন কখনো বলতে নেই;
যেন একদম কিছু বলতে নেই!