এইতো জীবন

শিউলী নাথ | শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

এইতো জীবন/হিংসা বিবাদ লোভ/ ক্ষোভ বিদ্বেষ/ চিতাতেই সব শেষ’শ্রদ্ধেয় গৌরী প্রসন্ন মজুমদার তার লেখনিতে জীবনের বাস্তব সংজ্ঞা এভাবেই উপস্থাপন করেছেন। মানব জীবন অনেক মূল্যবান। সৃষ্টিকর্তা অন্যান্য প্রাণী থেকে মানুষকে আলাদা করে সৃষ্টি করেছেন। কারণ মানুষের কর্মক্ষমতা, দক্ষতা, নৈতিকতা, বিচার বুদ্ধি এবং মানবিকতা বিশ্লেষণ অন্যান্য প্রাণী থেকে অনেক উপরে। এখানেই মানুষের সাথে অন্যান্য প্রাণীর পার্থক্য। প্রাণ ধারণ করলে মানুষ নামের যোগ্য হওয়া যায় না। আত্মপ্রতিষ্ঠিত করার জন্য মানুষকে মহৎ গুণের অধিকারী হতে হয়। মানবদেহের আকৃতি গ্রহণ করে, যে তার হৃদয় বৃত্তির বিকাশ ঘটাতে পারেনি সেই পশু সমতুল্য। ক্ষণিকের অজ্ঞানতার ফলে মানুষের মাঝে সৃষ্টি হয় হিংসা, ক্ষোভ, বিদ্বেষ, প্রতিহিংসা। এসব চরিতার্থ করে মানুষ তৃপ্তি পায়। কিন্তু সেই তৃপ্তি নিয়ে মৃত্যুর ওপারে যেতে পারে না। মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, ‘জন্মিলেই মরিতে হইবে অমর কে কোথা কবে’? মৃত্যু অবধারিত। এই সত্যকে মাথায় রেখে আমৃত্যু আমাদের ওসব ত্যাগ করে মানব ধর্ম পালন করে যেতে হবে। যে উদ্দেশ্যে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন তা প্রতিনিয়ত স্মরণ করে এগিয়ে চলতে হবে। এই ক্ষুদ্র জীবনে সুখ দুঃখ আসবেই। তাই বলে দুঃখে অধিক কাতর হলে যেমন চলবে না। তেমনি আবার সুখের অধিক আনন্দে আমাদের ব্যবহারে উগ্রতা দাম্ভিকতা পরিহার আবশ্যক। ভালো ব্যবহারই পারে মানুষের মনুষ্যত্বকে অবিচল রাখতে। অনেক সময় দেখা যায় গ্রষ্টা আমাদের যা দিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট বা পরিতৃপ্ত হইনা। অধিক লাভের আশায় আমাদের চরিত্রে পরিবর্তন আসে। মনুষ্যত্ব শব্দটা তখন ধোঁকা খেতে থাকে। বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন,‘ তেলা মাথায় তেল দেয়া মনুষ্য জাতির রোগ’। সত্যি মানুষের এই প্রবণতা ব্যাধি তুল্য। ব্যাধি যেমন মানবদেহের বহু ক্ষতিসাধন করে তেমনি এটি সমাজের নানা অনিষ্ট সাধন করে। তাই এই প্রবণতা পরিহার করে মানুষে মানুষে সুষম বণ্টন করে সবার প্রতি উদারতার হাত প্রসারিত করতে হবে। এতেই জীবনের সার্থকতা। এক গবেষণায় দেখা গেছে মানুষ তার অর্জিত আয়ের ৭০ শতাংশই ভোগ করতে পারে না। তাছাড়া অধিক সম্পদ অর্জন করেও তা মৃত্যুর পর সাথে নিতে পারে না। তাই গ্রষ্টা যাকে সামর্থ্য দিয়েছেন, সম্পদ দিয়েছেন তার উচিত হবে নিজের প্রয়োজনীয় অংশ রেখে অবশিষ্ট অন্যদের মাঝে তা বণ্টন করে দেওয়া। এত প্রতিপত্তি এত যশ এত অহংকার সব ধুলিস্যাৎ হয়ে যাবে দুচোখ বন্ধ হলেই। আমাদের সকলের মাঝে এই চেতনাটুকু জেগে উঠুক এই জীবনে যতদিন বাঁচবো ভালো ব্যবহার দিয়েই বাঁচবো। মনুষ্যত্ববোধ দৃঢ় রেখে বাঁচবো। আলবার্ট আইনস্টাইন বলেছেন,‘অন্যের জন্য বেঁচে থাকা জীবনই সার্থক জীবন’।

পূর্ববর্তী নিবন্ধতোমার জন্য অপার শুভ কামনা
পরবর্তী নিবন্ধপ্রকৃত সঙ্গী