এইডস মোকাবেলায় সচেতনতার ওপর জোর দিতে হবে

চমেকে আলোচনা সভায় বক্তারা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

বিশ্ব এইডস দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চর্ম ও যৌনরোগ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. জুনায়েদ মাহমুদ খানের সভাপতিত্বে ও সহকারী রেজিস্ট্রার ডা. সাদমান সাঈকার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. অং সুইপ্রু মারমা, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. রাজীব পালিত ও রুমা ভট্টাচার্য্য। এছাড়া অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করে এমডি কোর্সের স্নাতকোত্তর শিক্ষার্থী ডা. সানজিদা শারমিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এইডস একসময় ভয়াবহ রোগ হলেও বর্তমানে উন্নত চিকিৎসার মাধ্যমে এই রোগ নিয়েও সুস্থ জীবন যাপন করা যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের এআরটি সেন্টার থেকে ঔষধপত্র বিনামূল্যে সরবরাহ করা হয়। এইডস রোগ প্রতিরোধের জন্য অনিয়ন্ত্রিত যৌনাচার, শিরাপথে মাদক গ্রহণ, দূষিত রক্ত পরিসঞ্চালন থেকে দূরে থাকতে হবে। সর্বোপরি জনসচেতনতা গড়ে তুলতে হবে। এইডস রোগীদের কোনোভাবেই অবহেলা করা যাবে না। তাদের প্রতি সহানূভুতিশীল হতে হবে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সমাজের মূলধারা থেকে তারা যেন কোনোভাবে ছিটকে না পড়ে। আমাদের দেশে অনেক সময় এইডস রোগীদের নিয়ে মানুষ নেতিবাচক ধারণা পোষণ করেন। মোট কথা হচ্ছেএইডস মোকাবেলায় সচেতনতার ওপর জোর দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতে ইসলামী কোতোয়ালী থানার ওয়ার্ড আমিরদের শপথগ্রহণ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা