এইচ কে ইন্টারন্যাশনালের মালিকের বিরুদ্ধে দুদকের মামলা

বিএমডব্লিউ গাড়ির স্থলে টয়োটা প্রাডো জিপ আমদানি, ৫ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

বিএমডব্লিউ গাড়ির স্থলে টয়োটা প্রাডো জিপ আমদানির মিথ্যা ঘোষণা এবং প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রায় ৫ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে নগরীর জুবলী রোডের সিঅ্যান্ডএফ এজেন্ট এইচ কে ইন্টারন্যাশনালের মালিক কামরুল হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম ১ এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন নিজ কার্যালয়ে বাদী হয়ে মামলাটি করেছেন। আসামি কামরুল হাসান লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর দত্তপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুল্যা মিয়া। মামলার এজাহারে বলা হয়, কামরুল হাসানের মালিকানাধীন সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স এইচ কে ইন্টারন্যাশনালের চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিলকৃত বিল অব এন্ট্রিতে বিএমডব্লিউ গাড়ির স্থলে একটি টয়োটা প্রাডো জিপ আমদানির মিথ্যা ঘোষণার মাধ্যমে অপরাধমূলকভাবে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা ও জালজালিয়াতির আশ্রয় নিয়ে জাল ডকুমেন্ট প্রস্তুত এবং তা ব্যবহার করে ৪ কোটি ৯৩ লাখ শুল্ক ফাঁকি দেওয়ার অপচেষ্টা করা হয়। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর উপপরিচালক সুবেল আহমেদ দৈনিক আজাদীকে বলেন, অনুসন্ধানে শুল্ক ফাঁকির চেষ্টার বিষয়টি উঠে আসে। এরই ধরাবাহিকতায় কামরুল হাসানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন মামলাটি তদন্ত করা হবে। ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধড্রোন শোতে জুলাইয়ের গল্প
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জ রণক্ষেত্র, কারফিউ