আগামী বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এদিন সকাল দশটায় শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের
পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন। গতকাল দুপুরে তিনি বলেন, ‘বৃহস্পতিবার ফল প্রকাশের চূড়ান্ত অনুমোদন শিক্ষা মন্ত্রণালয় থেকে পেয়েছি। এদিন সকাল দশটায় ফল প্রকাশ করা হবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের মত খুব বেশি আনুষ্ঠানিকতা ছাড়াই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে।’ খবর বিডিনিউজের।
এদিকে ঢাকা বোর্ডের পক্ষ থেকে সোমবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ অক্টোবর সকাল ১০ টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।