কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কবে নাগাদ ক্যান্সারের চিকিৎসা বের করতে পারবে সেই বিষয়ে ধারণা দিয়েছেন চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান। খবর বিডিনিউজের।
তিনি বলেছেন, এআই যে গতিতে এগুচ্ছে তা দেখে মনে হচ্ছে এআই খুব শিগগিরই ক্যান্সারের চিকিৎসা বের করতে পারবে। ১০ গিগাওয়াট কম্পিউটিং শক্তি থাকলে ক্যান্সারের চিকিৎসা খুঁজে বের করতে পারবে এআই।
এ পরিমাণ শক্তি দিয়ে এআই পৃথিবীর প্রতিটি শিক্ষার্থীর জন্য ব্যক্তিগতভাবে উপযোগী শিক্ষা দেওয়াও সম্ভব করে তুলবে। এরইমধ্যে বাস্তব জীবনের বৈজ্ঞানিক গবেষণায় এআইয়ের ব্যবহার চলছে।
যেমন, মার্কিন সার্চ জায়ান্ট গুগলের এআই স্টার্টআপ ডিপমাইন্ড–এর আলফাফোল্ড নামের এক এআই টুল টিকা ও ওষুধ আবিষ্কারের গবেষণা দ্রুততর করতে ব্যবহৃত হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।