বাস্তবের অন্তর্নিহিত সত্যকে খুঁজতে গিয়ে আমরা আজকের যুগে কতো যুগান্তরের রহস্যময় স্পর্শ পাই। আদিম ইতিহাস, জীবনের কী আদিগন্ত বিস্তার ও বৈচিত্র্যের বিস্তৃত পরিধিকে লক্ষ্য করি। ঋত্বিক ঘটকের চলচ্চিত্র, নাটক, সাহিত্য আমাদের তারই সন্ধান এনে দেয়। গত ৬ ডিসেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ঋত্বিক ঘটক স্মারক বক্তৃতায় মূল প্রাবন্ধিক কবি ও প্রাবন্ধিক কমলেশ দাশগুপ্ত তাঁর প্রবন্ধে কথাগুলি বলেন। চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজের যৌথ উদ্যোগে স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।
চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক চবি নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক আরাফাতুল আলমের সঞ্চালনায় প্রথমে স্বাগত বক্তব্য দেন, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ব্রুনো ল্যাকরাম্প ও উপ–পরিচালক ড. গুরুপদ চক্রবর্তী। মুক্ত আলোচনা পর্বে অংশ নেন, চবি নাট্যকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ফাহমিদা সুলতানা তানজী, লেখক খনরঞ্জন রায়, কবি মনিরুল মনির, বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ। সমাপনী বক্তব্য দেন, চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি শৈবাল চৌধূরী। প্রেস বিজ্ঞপ্তি।










