ঋতুপর্ণাদের পুরস্কারের অর্থ দ্রুতই দেওয়ার প্রতিশ্রুতি বাফুফের

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

সাবিনাঋতুপর্ণারা উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় শিরোপা জয়ের পর কেটে গেছে প্রায় ১০ মাস; কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া দেড় কোটি টাকা পুরস্কারের অর্থ এখনও পায়নি বাংলাদেশ দল। নির্বাহী কমিটির সভার পর দ্রুতই সেই অর্থ দেওয়ার প্রতিশ্রুত আবারও দিল বাফুফে। পূর্বাচলে শনিবার নির্বাহী কমিটির চতুর্থ বৈঠকে অবশ্য মেয়েদের পুরস্কার বকেয়া থাকার বিষয়টি ছিল না মূল ইস্যু। কিন্তু সভা শেষে সংস্থাটির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুকে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয় ঋতুপর্ণাদের পুরস্কার না পাওয়ার ইস্যু নিয়েই। প্রতিশ্রুত পুরস্কার প্রদানের নির্ধারিত দিনক্ষণ জানাতে না পারলেও আমিরুল ইসলাম বললেন, দ্রুতই পরিশোধ করবেন তারা। ‘আপনাদের একটি কথা আমি বলি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমানে যেখানে অবস্থান করছে, আমি আপনাদের নির্দ্বিধায় বলি, আমাদের যে কমিটমেন্টগুলো মেয়েদের সাথে রয়েছে, আমরা সেই প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন করব। আমাদের মেয়েরা এখন ভুটানের লিগে আছে, সেখান থেকে আরেকটা জায়গায় খেলতে গিয়েছে। তারা যখন দেশে ফিরবে, তাদের সাথে আলোচনা সাপেক্ষে আরও অন্যান্য যে জায়গাগুলো থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে, আমরা সেগুলোও বুঝিয়ে দিব। এগুলো নিয়ে আমাদের মিটিংয়ে আলোচনা হচ্ছে। তারা দেশে ফিরলে আমরা সেগুলো মিটিয়ে দিব।’ ‘মেয়েদেরকে নিয়ে আমাদের যে পরিকল্পনা, আমাদের কোচও (পিটার জেমস বাটলার) কিন্তু দেশের বাইরে রয়েছেন। উনি যখনই আসবেন, মেয়েরা যখন আসবে আমাদের কিন্তু অনেক পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে আমাদের কাছে কিছু প্রস্তাবনা এসেছে, যেটা নিয়ে আলোচনা হয়েছে মিটিংয়ে, যেগুলো আপনাদের এখন বলছি না। তাদের জন্য দেশের বাইরে দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজনের বিষয়টি নিশ্চিত হয়েছে। সেটা সহসাই আপনাদের জানানো হবে।’

পূর্ববর্তী নিবন্ধজামায়াতে ইসলামী রামপুর ওয়ার্ড যুব বিভাগের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধ১১ দলের মধ্যে নবম হলো বাংলাদেশ ‘এ’ দল