চতুর্থ ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ঋণ খেলাপির দায়ে হুমায়ুন কবির নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম গোলাম মোর্শেদ খান প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই–বাছাই করেন।
জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। তারা হলেন চেয়ারম্যান পদে খোরশেদ আলম চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ সৈয়দ, মো. শহিদুল কবির সেলিম ও নুরুল হক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহীন আক্তার ও জেসমিন আকতার। ভাইস চেয়ারম্যান পদে মো. হুমায়ুন কবির, মো. জমিল উদ্দীন, মোহাম্মদ সরওয়ার মামুন ও ফরহাদুল ইসলাম।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান জানান, দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই–বাছাইকালে ঋণ খেলাপি থাকায় এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্য সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা বরাবরে বাতিল হওয়া প্রার্থীর আপিল করার সুযোগ রয়েছে।