ঋণগ্রস্ত হয়ে বিষপান, হাসপাতালে মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:১৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ‘ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে’ বিষপানে দ্বীন মোহাম্মদ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দ্বীন মোহাম্মদ বাঁশখালী উপজেলার মৃত আলী মিয়ার পুত্র। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ায় শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন।

জানা যায়, রোববার বিকেলে দ্বীন মোহাম্মদকে বিষপান করা অবস্থায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের রাতার ছড়া ব্রিজের উপর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। সন্ধ্যায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় গ্রাম পুলিশ মো. নাছির উদ্দিন জানান, দ্বীন মোহাম্মদ বড়হাতিয়ায় ঘরজামাই ছিলেন। দীর্ঘদিন যাবত চাকুরি না থাকায় ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। যার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন। ঘটনার দিন বাড়ির অদূরে সবার অগোচরে তিনি বিষপান করেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষপান করা এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে যাওয়া হয়। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, ফায়ার সার্ভিসের লোকজন বিষপান করা অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে ফোর্স পাঠানো হয়। নিহতের সুরতহাল লিপিবদ্ধ শেষে গতকাল সোমবার ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকানু শাহ’র (রহঃ) ওরশ উপলক্ষে মিলাদুন্নবী মাহফিল আজ
পরবর্তী নিবন্ধরাউজানে জাহাঙ্গীর খুনের ঘটনায় মামলা দায়ের