আকাশ জুড়ে ভাসছে দেখো
শাদামেঘের ভেলা
শিউলি ঝরে ঝুর ঝুরা ঝুর
সকাল সন্ধ্যাবেলা।
ঝলমলে জামা পরে
মন্ডপেতে ঘোরা
বাতাসা জিলাপি পেলে
খোকার মুখে পোরা।
একা নয়তো খোকার সাথে
বন্ধুরাও নাচে
ঢাকের সাথে ধুনচি তালে
আনন্দেতে বাঁচে।
ঘোরাফেরা নাচে গানে
খুশির তো নেই শেষ
ষষ্ঠী শুরু দশমী সারা
উৎসবমুখর দেশ।