উৎপাদন বৃদ্ধির জন্য স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহার করতে হবে

হাটহাজারীতে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহার করতে হবে। এই সরকার কৃষি বান্ধব সরকার। স্বাধীনতার সময় দেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি। তখন দেশে খাদ্যাভাব ছিল। বর্তমান দেশের জনসংখ্যা প্রায় আঠারো কোটি। কিন্তু এখন দেশে খাদ্যাভাব নেই। প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনার কারণে এটা সম্ভব হয়েছে। তিনি গতকাল সোমবার হাটহাজারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আউশ কৃষি প্রণোদনা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা কৃষি ভবন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকতা আল মামুন সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলার প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক ও হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। অতিরিক্ত কৃষি কর্মকতা আবদুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, বোরহান উদ্দিন ও কৃষক মো. জাকারিয়া।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় চলচ্চিত্র দিবসে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের আলোচনাসভা
পরবর্তী নিবন্ধসিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব