উস্তাদ নীরোদ বরণ বড়ুয়াকে স্মরণ

| শুক্রবার , ৯ জুন, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

উস্তাদ নীরোদ বরণ বড়ুয়া শাস্ত্রীয় তথা শুদ্ধ সংগীতের প্রচার ও প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি অসংখ্য গুণীজ্ঞানী শিষ্যশিষ্যা তৈরি করেছেন। যারা আজ সংগীতের বিভিন্ন শাখায় সুনামের সাথে সুপ্রতিষ্ঠিত। সম্প্রতি চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া স্মরণে সুরসপ্তক সংগীত বিদ্যাপীঠের আয়োজিত উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন একথা বলেন। স্বাগত বক্তব্য রাখেন উস্তাদ নীরোদ বরণ বড়ুয়ার কন্যা শিল্পী ফাল্গুনী বড়ুয়া।

আলোচক ছিলেন আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ফটিকছড়ি) চেয়ারম্যান মুহাম্মদ অহিদুল আলম জুয়েল, সপ্তস্বর সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ অরুণ বড়ুয়া, সুরসপ্তক সংগীত বিদ্যাপীঠের অধ্যক্ষ উস্তাদ মাসুদ হোসেন। সভাপতিত্বে করেন ডা. দুলাল কান্তি চৌধুরী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমবেত সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান।