উস্কানির জবাব দিতে সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বললেন কিম জং

| শনিবার , ২ ডিসেম্বর, ২০২৩ at ১১:৩১ পূর্বাহ্ণ

শত্রুর যে কোনও উস্কানির জবাব দিতে সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে শক্তিশালী সশস্ত্র বাহিনী এবং নতুন অস্ত্র মোতায়েনের অঙ্গীকার করার পর গতকাল শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ কে তিনি একথা বলেন। উত্তর কোরিয়া গত মাসে একটি গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের পর থেকেই কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বেড়েছে। উপগ্রহ উৎক্ষেপণকে কেন্দ্র করে ২০১৮ সালের আন্তকোরীয় সামরিক চুক্তির একটি মূলধারা স্থগিত করে দক্ষিণ কোরিয়া। এরপর উত্তর কোরিয়াও ঘোষণা করে, তারাও আর চুক্তিটি মেনে চলতে বাধ্য নয়।

কেসিএনএ জানায়, গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার বিমানবাহিনীর কমান্ড শাখা পরিদর্শন করে কিম সেনাবাহিনীর রণকৌশল উন্নত করা এবং পুরোদস্তুর যুদ্ধে লড়ার ক্ষমতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। শত্রুর যে কোনও সামরিক উসকানি ও হুমকি শক্তভাবে মোকাবেলা করতে আভিযানিক ও কৌশলগত নীতিও নির্ধারণ করেছেন কিম। যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে আকাশ অভিযান পরিচালনা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকায় বিমানবাহিনীর প্রশংসা করেন তিনি। গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করায় উত্তর কোরিয়ার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব এতে লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে তারা। তবে উত্তর কোরিয়া এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, আত্মরক্ষার অধিকারে তারা এমন আরও উপগ্রহ উৎক্ষেপণ করবে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়াও উত্তর কোরিয়ার ১১ জন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরীফ?
পরবর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তনে বিপদের ঝুঁকি আর দূরে নয় : রাজা চার্লস