উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির ৩৮তম বার্ষিক সাধারণ সভা

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৬:৫৭ পূর্বাহ্ণ

উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের ৩য় বিশেষ সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরকারের অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান (গ্রেড), বিসিআইসি এবং ইউজিএসএফএল কোম্পানি বোর্ডের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান৷

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সভায় ইউজিএসএফএল কোম্পানি বোর্ডের পরিচালক মো. মনিরুজ্জামান, যুগ্ম সচিব ও পরিচালক (বাণিজ্যিক), বিসিআইসি, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ), বিসিআইসি, পরিচালক মোঃ জাকির হোসেন, উপসচিব, শিল্প মন্ত্রণালয় ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর মনোনীত, পরিচালক এআর মো. আমিনুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক মোঃ লুৎফর রহমান এবং ইউজিএসএফ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসউসজ্জামান ও কোম্পানি বোর্ডের সচিব আবদুল মজিদ, বহিঃ নিরীক্ষক আরাফাত কামাল, কমপ্লায়েন্স অডিটর মোহাম্মদ শাহেদসহ বিসিআইসি এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডারগনের সরাসরি উপস্থিতি ও ভার্চুয়াল অংশগ্রহণে সকাল ১০টায় ৩য় বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সভাপতি কর্তৃক কোম্পানির নাম “উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরী লিমিটেড” হতে “উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরী পিএলসি”’তে পরবির্তনের বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ৩য় বিশেষ সাধারণ সভা শেষ হওয়ার পর শেয়ারহোল্ডারগনের সরাসরি উপস্থিতি ও ভার্চুয়াল অংশগ্রহণে সভাপতি ২০২৩২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব ও পরিচালকমন্ডলীর প্রতিবেদন বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করেন। সভাপতি কর্তৃক পরিচালকমন্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব এর উপর উত্থাপিত সম্মানিত শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করা হয়। ২০২৩২০২৪ অর্থবছরের পরিচালকমন্ডলীর প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতিক্রমে বার্ষিক সাধারণ সভায় গৃহীত ও অনুমোদিত হয়। সভাপতি পরিচালকমন্ডলীর প্রতিবেদনের আলোকে ২০২৩২০২৪ অর্থবছরের জন্য শূন্য ডিভিডেন্ড ঘোষণার প্রস্তাব শেয়ারহোল্ডারগণের সমর্থনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। ভবিষ্যতে লাভ অর্জনের মাধ্যমে ডিভিডেন্ড প্রদানের প্রচেষ্টা নেয়া হবে বলে সভাপতি আশাবাদ ব্যক্ত করেন। কোম্পানী আইন ১৯৯৪ এর ৯১() ধারা মোতাবেক, “এ” গ্রুপ হতে বিসিআইসি মনোনীত পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক অত্র কোম্পানির পরিচালক হিসেবে বার্ষিক সাধারণ সভায় মনোনীত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতা গ্রেফতার
পরবর্তী নিবন্ধমহানগর কৃষকদলের বিক্ষোভ মিছিল