উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

| রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

উল্টো রথ টানার মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এর আগে গত ২৭ জুন নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়।

উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। বন্দর নগরীতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) প্রর্বতক শ্রীকৃষ্ণ মন্দির, নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির, শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম, তুলসীধাম মন্দির, পাথরঘাটার শান্তনেশ্বরী মাতৃমন্দিরসহ বিভিন্ন জায়গা থেকে উল্টো রথের শোভাযাত্রা নগরীর সিনেমা প্যালেস, নন্দনকানন, প্রবর্তক, কোতোয়ালী থেকে শুরু হয়।

কেন্দ্রীয় রথযাত্রা কমিটি : গতকাল শনিবার দুপুরে কেন্দ্রীয় রথযাত্রা উদ্‌যাপন কমিটির উদ্যোগে নগরীর নন্দনকানন তুলসীধামে উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষে ধর্মসম্মেলন অনুষ্ঠিত হয়।

তুলসীধামের মোহন্ত দেবদীপ মিত্র চৌধুরী (পুরী) মহারাজের পৌরোহিত্যে এ উপলক্ষে সকালে জগন্নাথসুভদ্রাবলভদ্রের পূজার্চনা, ভোগ নিবেদন, আরতি, নাম কীর্তন অনুষ্ঠিত হয়। ধর্মালোচনায় অংশ নেন তুলসীধাম পরিচালনা পরিষদের সম্পাদক স্থপতি প্রণত মিত্র চৌধুরী, কেন্দ্রীয় রথযাত্রা উদ্‌যাপন কমিটির রূপন ধর, চন্দন পাল, সজল ধর, আশীষ মিত্র, শিবু প্রসাদ ধর, রনি সাহা, উত্তম দাশ, রাখাল দাশ, আশীষ সাহা, সুলাল ধর, পলাশ ধর, বাঁশীরাম দে, প্রদীপ কুমার ধর, সৃজন দে, রতন কুমার দেবনাথ, চন্দন দে, মিলন কান্তি দাশ, প্রবীর দাশ,পলাশ দাশগুপ্ত, বিপ্লব ধর, ছায়া বিশ্বাস, আলো পাল, লিপিকা নাথ, রাস্না দাশ, লাকী দেবনাথ, সুইটি পাল প্রমুখ। উল্টো রথযাত্রায় অদ্বৈতঅচ্যুত মিশনের সদস্যরাও যোগ দেন।

গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদ : নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে উল্টো রথযাত্রা উৎসব বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে শনিবার অনুষ্ঠিত হয়।

রথযাত্রা পরিক্রমা নগরীর বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে রাধাকৃষ্ণ মন্দিরে এসে শেষ হয়।

রথ পরিক্রমার উদ্বোধন করেন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি সাধন সিংহ, নিকেল দে, লেলিন পাল, সজল চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক মুনমুন দত্ত মুন্না, অমল কৃষ্ণ নাথ টুটুল, রুভেল দে, শৈবাল ভৌমিক, মিহির দে, চন্দন মহাজন, অ্যাড. নিখিল কুমার নাথ, কুমার বিশ্বাস, রাজীব চক্রবর্তী, অ্যাড. তপন দাশ, যীশু নাথ, শিমুল মুহুরী, তুহিন রায়, তপন সিংহ, সৃজন রায়, অনজন দাশ, লায়ন সন্তোষ নন্দী, অসীম দত্ত, রাজীব বণিক রাজু, মৃদুল কান্তি কর্মকার, অসীম ধর, আশীষ আচার্য্য, অর্পণ ধর, সুজন মজুমদার, রনজিত শীল, আনন্দ দাশ, মিন্টুময় চৌধুরী, প্রহহ্লাদ দাশ, রাকেশ ধর, সাজু তালুকদার, রুবেল দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সচেতনতা
পরবর্তী নিবন্ধচুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর