উরকিরচরে সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:৩০ পূর্বাহ্ণ

রাউজান প্রতিনিধি: রাউজানের উরকিরচর ইউনিয়নে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় মগদাই মধ্যমপাড়া ২০ গোলে এন এ জুনিয়র ফুটবল একাদশকে পরাজিত করে। সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পায় বিজয়ী দলের আরাফাত। গত শুক্রবার সন্ধ্যার পর উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাত বিএনপি সাবেক সভাপতি এইচ এম হারুনুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক জে এম ইকবাল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উরকিরচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আজম। মোহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী আবু হানিফ চম্পা,কামাল উদ্দিন, এডভোকেট মফিজ উদ্দিন ইমন। উপস্থিত ছিলেন আরব আমিরাত ঐক্য পরিষদের সাবেক আহ্বায়ক ইলিয়াছ, জিসাস চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক ওসমান গনি, আব্দুল করিম, মো. মইনুদ্দিন, মো. ফোরকান, জয়নাল আবেদীন, আব্দুল খালেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচরপাথরঘাটা যুব সংঘের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিসের স্কুল ভলিবলে কাস্টমস ল্যাবরেটরী চ্যাম্পিয়ন