উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্যোগে গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ছাত্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের কার্যনিবাহী সদস্য সৈয়দ মোরশেদুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় ফটিকছড়ি উপজেলার রোসাংগীরি ইউনিয়নের আজিমনগর আবাসিক ভবনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আকরাম খান। প্রধান অতিথি দুই শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। স্বাগত বক্তব্য দেন, এম মকসদুর রহমান চৌধুরী হাসনু। বিশেষ অতিথি ছিলেন, ডা. সৈয়দ সামিয়ুল করিম চৌধুরী, সৈয়দ সাকলাইন মাহমুদ, ইঞ্জিনিয়ার রিয়াদ মোর্শেদ ও জালাল উদ্দিন চৌধুরী।
অনষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসা–এ–গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ মো. আবুল কাসেম, উপাধ্যক্ষ মো. মঈনুদ্দীন, শাফায়াত হোসেন, মুজিবুল হক, নুরুল করিম চৌধুরী, শফিউল আজম চৌধুরী, রাশেদ আলী আক্কাছ, হাফেজ আব্দুর রশিদ, হাফেজ মোবারক হোসেন, শিক্ষক রবিউল হোসেন প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন আজিজুল ইসলাম সামির। নাতে রাসূল (দ.) ও মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন সাজ্জাদ হোসেন ও মিশকাত হোসেন। শেষে মিলাদ–কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল কালাম।