চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার সময় রোজা, পূজা একসাথে হয়েছে।
গতকাল বুধবার দুপুরে দলীয় কার্যালয় নাসিমন ভবন মাঠে জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম মহানগর শাখার উদ্যোগে ৪১টি ওয়ার্ডের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতারণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা এখন মন্দির ভাঙচুর করে। বিশ্বজিৎ দাশকে কুপিয়ে হত্যা করে। মা-বোনদের ধর্ষণ করে। হিন্দুদের সম্পত্তি দখল করে। কিন্তু কোনো বিচার হয় না। আইনের শাসন না থাকার কারণে দেশে এখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ভিত্তিহীন, মিথ্যা গায়েবি মামলার দ্রুত বিচার হয়। কিন্তু সরকারি দলের চিহ্নিত সন্ত্রাসীদের গণধর্ষণের বিচার হয় না। দুর্নীতিবাজদের কোনো বিচার হয় না।
প্রধান বক্তা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, দেশের মানুষ ভালো নেই। দুর্নীতি দুঃশাসনের রাজত্বে আমরা বসবাস করছি। মামলা-হামলা নির্যাতনে আজ সাধারণ মানুষ অতিষ্ঠ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম মহানগর শাখার সভাপতি বিপ্লব চৌধুরী বিল্লু। সুকান্ত তালুকদার জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় হিন্দু ছাত্র ফোরামের সভাপতি রাজীব ধর তমাল।
উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, সদস্য মোহাম্মদ জাকির হোসেন, জিয়াউর রহমান জিয়া, খায়রুজ্জামান জুনু, দিদার হোসেন, মো. লিটন, আসাদুর রহমান টিপু, বাপ্পী দে, সুমন ঘোষ বাদশা, সুব্রত সেন, রূপক মল্লিক, জীবন মিত্র দাশ, দিলীপ মিত্র, জুয়েল আইচ, মিথুন দাশ, সঞ্জয় ধর, রাজীব দত্ত, সাজু দাশ, প্রান্ত বশাক ও রানা শীল। প্রেস বিজ্ঞপ্তি।