তোমার চোখের তারাগুলো,
আমার চওড়া কপালের জোড়া টিপ।
তোমার চোখের পাপড়িগুলো,
আমার কপোলের ভালোবাসার তুলতুল আঁচড়!
তোমার জোড়াহাতের দশটি আঙুল,
আমার রেশম কালো চুলের কাঁকই।
তোমার ওষ্ঠদ্বয়ের মুচকি হাসি,
আমার উদোম মনের উল্লাস!
তোমার গন্ডদেশের পেলবতা,
আমার নিলাজ মুখের তৃপ্ত হাসি।
তোমার সুদৃঢ় গ্রীবাদেশ,
আমার স্বপ্ন দোলানো সুখ।
তোমার মুক্তমনের দন্ত হাসি,
আমার মৌনতা ভাঙানো রূপ।
তোমার সৌষ্ঠব পৃষ্ঠ যেনো,
আমার হেলান দেয়া বালিশ।