উপন্যাসের ক্যানভাস বড় বলে তার কাহিনী, আঙ্গিকও বৈচিত্র্যময় হয়

দীপক বড়ুয়ার গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা

| মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

কথাসাহিত্যিক দীপক বড়ুয়ার উপন্যাস ‘সুন্দরী’র প্রকাশনা উৎসবে বক্তারা বাংলাদেশের কথাসাহিত্যের একটা ধারাবাহিক চিত্র তুলে ধরেছেন। তাঁরা বলেন, কথাসাহিত্যের মধ্যে উপন্যাসের ক্যানভাস বড় বলে তার কাহিনী, চরিত্র, আঙ্গিকও বৈচিত্র্যময়। তিনি অসংখ্য ছোটগল্প, কবিতা ও ছড়া লিখেছেন। ‘সুন্দরী’র মাধ্যমে উপন্যাসে তাঁর পদার্পণ। তাঁর উপন্যাসের কাহিনীর মধ্যে যেমন নাটকীয়তা আছে, তেমনি ভাষা ও বাক্যও প্রাঞ্জল।

গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে সাংবাদিক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন সাহিত্যিক ড. আনোয়ারা আলম, প্রফেসর রীতা দত্ত, ছড়াসাহিত্যিক সনজীব বড়ুয়া ও একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন গল্পকার বিপুল বড়ুয়া। আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাসের রহমান, অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, চন্দা বড়ুয়া, বনশ্রী বড়ুয়া, শিরিন আফরোজ, লিপি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন
পরবর্তী নিবন্ধকন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন লায়ন মোহাম্মদ ইমরান