উপদেষ্টা হচ্ছেন চট্টগ্রামের ফাওজুল কবির খান

সন্দ্বীপ প্রতিনিধি | শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ৯:২৪ পূর্বাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের আকার বাড়ানো হচ্ছে, নতুন করে পাঁচজন উপদেষ্টা যুক্ত হওয়ার আভাস মিলেছে। এদের মধ্যে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের হরিশপুর ইউনিয়নের সন্তান প্রফেসর ড. মুহাম্মদ ফাওজুল কবির খান রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। বিভিন্ন সময় তার কলামে উঠে এসেছে সন্দ্বীপের যোগাযোগ ব্যবস্থার করুণ চিত্র। তার প্রচেষ্টায় সন্দ্বীপের এনামনাহারে সোলার প্যানেল স্থাপন মাধ্যমে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু হয়েছিল।

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৭৯ ব্যাচের কর্মকর্তা। তিনি ২০০৭২০০৯ পর্যন্ত বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন। মুহাম্মদ ফাওজুল কবির খান ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ইডকলের প্রতিষ্ঠাতা সিইও হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্বব্যাংকের অর্থায়নে সোলার হোম সিস্টেম সফলভাবে পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন। ২০০৯ সালে প্রফেসর খান সরকারি চাকরি থেকে অবসর নেন।

পূর্ববর্তী নিবন্ধটুকু, পলক ও সৈকত ১০ দিনের রিমান্ডে শুনানিতে যা হল
পরবর্তী নিবন্ধঅন্তর্র্বর্তী সরকারের আকার বাড়ছে