উন্মুক্ত স্থানে গ্যাস সিলিন্ডার মজুদ করায় জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ১২:২১ অপরাহ্ণ

লোহাগাড়ায় আবাসিক এলাকায় উন্মুক্ত স্থানে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ২ ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকালে সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রশিদের পাড়ায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

এ সময় ওই এলাকার মো. আবু আহমদের পুত্র মো. ওমর ফারুককে ১০ হাজার টাকা ও মৃত মো. ইব্রাহিমের পুত্র মো. সোহেলকে ২০ হাজার টাকার জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লাইসেন্সবিহীন ও বিস্ফোরক লাইসেন্সের শর্ত ভঙ্গ করে আবাসিক এলাকায় উন্মুক্ত স্থানে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় এলাকার জনসাধারণের জীবনহানির আশংকা রয়েছে।

তাই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়। লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি করা ও অসতর্কতার কারণে অনেক স্থানে বিস্ফোরণের ঘটনায় জানমালের ক্ষতি হচ্ছে। তাই নিয়ম বহির্ভূত গ্যাস সিলিন্ডার রাখা ও ব্যবহার করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসকল পাপাচার থেকে দূরে থাকতে হবে
পরবর্তী নিবন্ধর‌্যাংকস এফসির প্লাটিনাম প্রকল্প ওমেরাসের নির্মাণ কাজ শুরু