উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে

জলবায়ু ধর্মঘটে সিডিএ চেয়ারম্যান

| রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

জলবায়ুর সুবিচার, এখানেই এখনই’ এই স্লোগানকে সামনে রেখে সারাবিশ্বে পালিত জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে গত ১৪ নভেম্বর নগরীর সিআরবিতে ২৮টি যুব ও পরিবেশবাদী সংগঠনের যৌথ উদ্যোগে জলবায়ু ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈশ্বিক ফ্রাইডেস’স ফর ফিউচার আন্দোলন এবং ব্রাজিলে চলমান কপ৩০ এর সাথে সংহতি প্রকাশ করেই এ কর্মসূচির আয়োজন করা হয়। ইকো নেটওয়ার্ক গ্লোবালের ট্রেনিং ও ক্যাম্পেইন লিড ঈসমাইল হোসেন মেহেরাজ এবং নো বডি টু সামবডি’র প্রতিষ্ঠাতা সভাপতি ফয়েজ সাদের যৌথ সঞ্চালনায় জলবায়ু ধর্মঘটে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম, উদ্ভিদবিজ্ঞানী প্রফেসর ড. এম. . গফুর, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের প্রাক্তন পরিচালক নাসিম ফারহানা শিরিন, সাংবাদিক আবসার মাহফুজ, আব্দুল্লাহ নূর ই মোস্তফা, রুবাইয়াত তাহরীম সৌরভ, নোমান উল্লাহ বাহার, সেতার রুদ্র, আবু হানিফ নোমান, ফারাহ তাবাসসুম, হারিসা খানম সুখি প্রমুখ। এতে প্রধান অতিথি হিসেবে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম বলেন, সকল উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পৃথিবীর প্রাণ ও প্রকৃতি ক্রমেই ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তেল, গ্যাস ও কয়লার উপর নির্ভরতা কমিয়ে ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে। উদ্ভিদ বিজ্ঞানী প্রফেসর ড. এম এ গফুর বলেন,পরিবেশ রক্ষার প্রথম দায়িত্ব আমাদেরই। সচেতনতা, বিজ্ঞানভিত্তিক চিন্তা এবং মানবাধিকার ও সাম্যের মূল্যবোধের উপর ভিত্তি করে জলবায়ু সংকট সমাধান করতে হবে। জলবায়ু ধর্মঘটে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো লাল সবুজ সোসাইটি, ১ টাকায় বৃক্ষরোপণ, ক্লাইমেট ফ্রন্টিয়ার, ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা), কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাব, এসডিজি ইয়ুথ ফোরাম, নোবডি টু সামবডি, ওএবি ফাউন্ডেশন চট্টগ্রাম, কনজিউমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব), অপর্চুনেট বাংলাদেশ, ইয়ুথ ফর পলিসি, বি ফর বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার, ব্ল্যাক টু ব্লু সোসাইটি, ইউনিটি স্পার্ক, বিডি ক্লিন চট্টগ্রাম, ইকোনেটওয়ার্ক গ্লোবাল, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন, রাইজ আপ, ইকো রেভোলিউশন, কজাগ্রত যুব সামাজিক সংঘ, ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ওয়াইএএসডি), ইয়ুথ পিপল অফ বাংলাদেশ, ওয়াইসিএসবিএস, ইয়ুথ এলায়েন্স ফর সাসটেইনেবল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, রক্তিম বাতিঘর, ফুটন্ত ফুলের আসরসহ ২৮টি সংগঠন। উল্লেখ্য, কর্মসূচিতে তরুণরা চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত সিআরবি অঞ্চলটিকে সংরক্ষণ ও উন্নয়নমুক্ত রাখার জোর দাবি জানান। তারা বলেন এ এলাকা সকলের জন্য উন্মুক্ত ও ফি মুক্ত রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ডা. রেজাউল করিমের স্বাস্থ্যসেবা কার্যক্রম
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে আজিম উল্লাহ বাহারের সমর্থনে মানববন্ধন