উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশগত স্থায়িত্বের প্রতি গুরুত্ব দিতে হবে

চুয়েটে পুরকৌশল বিষয়ক কনফারেন্সে বক্তারা

| রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ জলবায়ু ঝুঁকিতে রয়েছে। সেজন্য টেকসই উন্নয়নের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশগত স্থায়িত্বের বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। তিনি গতকাল শনিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল অনুষদের আয়োজনে তিন দিনব্যাপী টেকসই উন্নয়নে পুরকৌশল খাতের অগ্রগতি বিষয়ক ৫ম আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের সাথে পুরকৌশলীরা ওতপ্রোতভাবে জড়িত। জাতীয় উন্নয়নে নিয়মিতভাবে তাঁরা অবদান রাখছেন। কনফারেন্সের টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক ড. মাহ্‌মুদ ওমর ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. মো. রবিউল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. মো. আফতাবুর রহমান। শ্যামল আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং তাজুল ইসলাম। সমাপনী অনুষ্ঠান শেষে ছয়টি ক্যাটাগরিতে বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাইট রাইডার সার্ভিসেস ও রূপালী ইন্স্যুরেন্সের চুক্তি
পরবর্তী নিবন্ধসিপিডিএলের বিনিয়োগ সেবা কার্যক্রম উদ্বোধন